রথীন্দ্রনাথ প্রতিমাকে নিয়ে শিলাইদহে দেখা একটা স্বপ্নের কথা একবার লিখেছিলেন: “… এই বাড়ীটি তার চারিদিকের বাগান নিয়ে ভারি সুন্দর হয়ে উঠেছে। সামনের শিশু গাছগুল [য] থেকে চমৎকার গন্ধ আসছে— আর তুমি আমার পাশে চুপ করে বসে আছ।” প্রখ্যাত পিতার আলো-ছায়ায়, কর্তব্যের মায়ায়, আত্মপ্রকাশের বিব্রত অক্ষমতায়, শান্তিনিকেতন আশ্রমের বিরুদ্ধতা ও কুৎসায়, দূরে গিয়ে নিজেকে আবার নুতন করে খুঁজে পাওয়ার চাহিদায় প্রতিমাকে আপন করে, ‘ভিতর পানে’ দেখতে চাওয়ার তাঁর এই ছোট্ট, সহজ-সরল, সুন্দর স্বপ্নটুকু হয়তবা চির অধরাই রয়ে গেল। প্রতিমাদেবীকে নানা সময়ে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠিপত্র নিয়েই এই বই ।
Edited by Nilanjan Bandyopadhyay
Reviews
There are no reviews yet.