ভয়, মানুষের মনের গহিনে লুকিয়ে থাকা এমন এক অনুভূতি— যা মাঝেমধ্যেই মাথাচাড়া দিয়ে ওঠে। তখন মানুষ ভয়ের সাহচর্য খোঁজে। হাতড়ে বেড়ায় সেই গা-ছমছমে শিহরন, যেটা বুকের ভিতর হৃৎস্পন্দনের গতিবেগ বাড়িয়ে দিতে পারে।
‘ভয় শুধু ভয়’ সেইরকমই একটা বই— যা সমস্ত পাঠক-পাঠিকার অন্তরে জমে থাকা সেই ভয়ের তৃষ্ণা থেকে তাদের নিবৃত্তি দিতে পারে। শুধু একটাই সতর্কতা বাণী মাথায় রাখতে হবে—
“রাত্রিবেলা ঘরে একা বসে এই বই পড়বেন না!”
একটা বই, পনেরোটা গল্প, পনেরোজন লেখক, আর পনেরো রকমের উপলব্ধি… যার সবক’টি গিয়েই শেষ হবে বুক-কাঁপিয়ে-দেওয়া এক ভয়ের সাম্রাজ্যে। যদি আপনি সত্যিই সাহসী হন, আর ভয় পেতে ভালোবাসেন, তাহলে চলুন যাওয়া যাক সেখানে, যেখানে আপনার জন্য অপেক্ষা করে আছে…
“ভয় শুধু ভয়”
Reviews
There are no reviews yet.