কেউ হাঁটছে। আলতো পায়ে বাড়ির ভিতর কেউ হাঁটছে। খবরের কাগজ থেকে চোখে সরিয়ে সোজা হয়ে বসলাম। কে হাঁটছে? কে? আগের দিনের মতো ধড়ফড় করে ঘর ছেড়ে বেরোলে হবে না। ধীরে ধীরে উঠলাম। চেয়ারে যেন শব্দ না হয়। আবার হাঁটার শব্দ পেলাম। বিড়াল টিড়াল নয়তো? পা টিপে টিপে ঘরের দরজা পর্যন্ত গেলাম। আজ আর আলো জ্বালাব না। অন্ধকারে চোখ সয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। খুব বেশি হলে দু-তিন মুহূর্ত।
অন্ধকারেই মেয়েটাকে দেখতে পেলাম। সালোয়ার-কামিজ পরা। ওড়না গলার কাছে পেঁচানো। সিঁড়ির নীচে যে ঘরটা আছে সেখানে মিলিয়ে গেল। আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল।
– Aditi Sannigrahi
Good one