সবুজে সবুজ চা-বাগান। নিঝুম, নিরিবিলি, শান্ত। সত্যিই কি তাই? নাকি রাত নামলে সেখানেই বেজে ওঠে ভয়ের দ্রিমি দ্রিমি? ক্ষয়াটে চাঁদের মুমূর্ষু জ্যোৎস্নায় পরিত্যক্ত বাংলোর রেলিং ধরে মাঝরাতে যে যুবতী আনমনে দাঁড়িয়ে থাকে, সে কে? কী চায়? অচেনা শব্দ তুলে রাতবিরেতে ঘরের দরজায় আঁচড় কাটে যে, সে কি বন্যপ্রাণী না অন্য পৃথিবীর কেউ? ভরা জ্যোৎস্নায় টলোমলো চা-বাগানের গা-ছমছমে পরিবেশ কি ভ্রান্তি ছড়ায় না সবটাই তন্ময়ের অবচেতন মনের কল্পনা?
নাগরিক ক্লান্তিতে ধ্বস্ত তন্ময় স্বেচ্ছায় ফিরে এসেছে সেই মায়াবী বাগানে, যেখানে কেটেছিল তার যৌবনের শ্রেষ্ঠ দিনগুলো। সে কি ফিরে পেল তার প্রার্থিত মানসিক শান্তি নাকি দমকা হাওয়ায় উড়ে এল এক ভয়াবহ সত্য — কোনো এক অলৌকিক রাতে? এখানে মেঘ। কখনো হাওয়া জোরে বয়। উড়ে উড়ে যায় অচেনা ভুবনের এক আবছা পর্দা …
প্রতিশোধস্পৃহায় ছটফট করছে সন্দীপ। ইন্ডিয়ান আর্মির প্রাক্তন কম্যান্ডো, বেপরোয়া দুঃসাহসী। বহু সফল সামরিক অভিযানের নিপুণতম হত্যাশিল্পী। নিখুঁত নিশানায় তুখোড়, চিতার মতো ক্ষিপ্র সন্দীপ আজ আরও একটি হত্যার নেশায় উন্মত্ত। একদিকে এমনই এক পেশাদার হত্যাকারী, অন্যপ্রান্তে সাদামাটা এক কলেজছাত্রী। হিংস্র শ্বাপদ নিঃশব্দে গুঁড়ি মেরে এগিয়ে যাচ্ছে হরিণের দিকে… আকাশে অভ্রকুচির মতো অসংখ্য তারা, কুলুকুলু বয়ে যায় স্বচ্ছতোয়া কোনো স্রোতস্বিনী, উন্মনা বাতাস, বড়ো মন খারাপ করা রাত। ঘাতক দরজার ঠিক ওপারে পৌঁছে গেছে … সোনালি কি পারবে এক অমোঘ মৃত্যুর বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করতে …
Reviews
There are no reviews yet.