বাংলা সাহিত্যে রহস্য-রোমাঞ্চ-গোয়েন্দা উপন্যাসের ধারা যথেষ্ট প্রাচীন। উনিশ শতকের শেষ দিকে প্রিয়নাথ মুখোপাধ্যায় লিখেছিলেন ‘দারোগার দপ্তর’। সেই শুরু থেকে সময়ের পথ বেয়ে ধীরে-ধীরে সাবালক হয়ে উঠেছে বাংলা রহস্য উপন্যাস। তিনটি খণ্ডে সেই ঐতিহ্যময় ধারাটিকে মলাটবন্দি করার প্রয়াসেই এই পদক্ষেপ। প্রকাশিত এই দ্বিতীয় খণ্ডে রয়েছে সম্পাদকের বাছাই করা সেরা বারোটি রহস্য উপন্যাস। লিখেছেন নীহাররঞ্জন গুপ্ত, প্রণব রায়, বিমল কর, সত্যজিৎ রায়, সমরেশ বসু, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সৈয়দ মুস্তফা সিরাজ থেকে শুরু করে সুখময় মুখোপাধ্যায়, বিমল সাহা প্রমুখ। রহস্য সাহিত্যের একনিষ্ঠ পাঠক ও বিশিষ্ট লেখক অনীশ দেব অনন্য নিষ্ঠা ও যত্নে সম্পাদনা করেছেন এই ক্লাসিক গ্রন্থটি।
সূচি:
নীহাররঞ্জন গুপ্ত – নিশির ডাক
প্রণব রায় – ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট
বিমল কর – হ্রদ
সত্যজিৎ রায় – বাদশাহী আংটি
সমরেশ বসু – দু-মুখো সাপ
নীরেন্দ্রনাথ চক্রবর্তী – ভোর রাতের আর্তনাদ
নারায়ণ সান্যাল – সোনার কাঁটা
সৈয়দ মুস্তাফা সিরাজ – কিছু অলৌকিক
কবিতা সিংহ – রাত্রি ছিল পিশাচের
অদ্রীশ বর্ধন – রুপোর টাকা
সুখময় মুখোপাধ্যায় – তির্যক রেখা
বিমল সাহা – আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়
পরিশিষ্ট
Reviews
There are no reviews yet.