সমাজ ভাঙছে। মূল্যবোধ বদলে যাচ্ছে। নরনারীর পারস্পরিক সম্পর্ক জটিল থেকে আরও জটিল হচ্ছে। এই জটিলতার মধ্যেই কোথায় যেন একটা ইতিবাচক সম্ভাবনা আমাদের বাঁচার পথ দেখিয়ে দিচ্ছে। যাঁরা হর্ষ দত্তকে পড়েছেন, যাঁরা তাঁকে পড়েন এবং তাঁকে পড়বেন, তাঁদের কাছে এই লেখকের সাহিত্যকীর্তি সম্বন্ধে ওপরের ওই বার্তাটুকু নিছক অলংকার নয়। লেখকের চোখ দিয়ে দেখা একটি জগৎ। আর, এই জগতেই আপনি, আমি, আমাদের মতো অসংখ্য মানুষের বিচরণ। হর্ষ দত্তের প্রথম উপন্যাস থেকে তাঁর সাম্প্রতিকতম সৃষ্টি, সর্বত্রই এই জীবনের উদ্ভাস।অনেকেই বলে থাকেন, হর্ষ দত্তের সাহিত্য মধ্যবিত্তের জীবনবৃত্তান্তে অনুপুঙ্খ। কথাটি প্রশংসাসূচক হলেও, প্রশ্ন থেকে যায়। জীবনকে কি ‘বৃত্ত’-এর আবর্তে বেঁধে রাখা সম্ভব? সাহিত্য মানে তা কোনও শৃঙ্খলিত সীমানা নয়। পটভূমি, পরিবেশ, সেখানকার মানুষজন, বিশেষ কিছু চরিত্র এবং তাদের পারস্পরিক সম্পর্ক এই নিয়েই সাহিত্যিকের যত কিছু কারবার। এই সম্পর্কে ভর করেই তো চরিত্রের বিস্তার এবং পরিণতি। একএকটি জীবন কখনও হয়ে ওঠে ধ্রুবতারা। আমাদের পথ দেখায়। কখনও মুক্তো হয়ে জীবনকে করে তোলে দ্যুতিময়। তাই, তাঁর সাহিত্যসৃষ্টিকে কোনও নির্দিষ্ট বৃত্তে বন্দি করা যায় না। তাঁর শিল্পভাবনার আর একটি দিকের কথা বলতেই হয়। সুধী সাহিত্যসমালোচক সেই দিকটির প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এই ভাষায়: ‘হর্ষ দত্তের শিল্পীমন প্রকৃতির জীবনায়নে মানব-অস্তিত্বের এক ভিন্ন পৃথিবীর সন্ধান পায়। ঠিক এতটা নিসর্গ-মগ্ন মনের লেখক একালে যেন দেখি না।’এই লেখকের উপন্যাসের মধ্যে কোথায় যেন একটা ধ্রুপদী চলন কাজ করে চলেছে। অথচ, সেখানে শব্দের ব্যবহার এবং ভাষার বুনুনিতে একটা ঝকঝকে আধুনিকতার সাবলীল ওঠাবসা। প্রতিটি রচনাই স্বয়ংসম্পূর্ণ। কোনওটা কারওর পরম্পরায় বাঁধা নয়। মেজাজি লেখক বলতে যা বোঝায়, হর্ষ দত্ত যেন ঠিক তাই। যা বলা হয়েছে, সেটাই যেন শেষ কথা। এর আগে পরে বলে কিছু নেই। দুই দশক জুড়ে লেখা হর্ষ দত্তের এই দশটি উপন্যাস: আছে অন্তরে, রাজকন্যা রাজকন্যা, মিলনলগ্ন, বিকর্ণ, মার্গারিট, এই সূর্যালোক, স্মৃতিচিহ্ন, তপস্যার রং, সবুজ প্রতিমা, ও শিমুল, ও পলাশ, মেঘ উৎসব এই সংকলনে গৃহীত হয়েছে।

Weight 0.8 kg
Dimensions 21 × 18 × 2 cm
Author Name

Binding

ISBN

8177565591

Language

Pages

1019

Publisher

Publishing Year

2015

1 review for Dashti Upanyas || Harsha Dutta || দশটি উপন্যাস || হর্ষ দত্ত

  1. Aditi Sannigrahi

    Good book

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now
Dashti Upanyas || Harsha Dutta || দশটি উপন্যাস || হর্ষ দত্ত
Original price was: ₹1400.Current price is: ₹1050.

In stock

Estimated delivery on 11 - 16 October, 2024