উপন্যাসে এ-যুগে ভূমিকা অচল। জীবনী-গ্রন্থে ভূমিকা লেখার রেওয়াজ আছে। আলোচ্য গ্রন্থ উভচর। এর জাত-নির্ণয় করবেন গ্রন্থাগারিক- কোন আলমারিতে এটি স্থান পাবে তা আমি সকৌতুকে লক্ষ্য করব। নিঃসন্দেহে এ-গ্রন্থ রচনায় আমাকে প্রেরণা যুগিয়েছেন ইংরেজ লেখক আর্ভিং স্টোন। তাঁর Lust for Life এবং The Agony and the Ecstacy গ্রন্থ দুটি যথাক্রমে ভ্যান গন্থ এবং মিকেলাঞ্জেলোর তথ্যনির্ভর জীবনী অবলম্বনে উপন্যাস। কিন্তু আর্ডিং স্টোনের একটি সুবিধা ছিল, যা ছিল না আমার। ঐ দুই দিক্কাল শিল্পীর পুঙ্খানুপুঙ্খ জীবনোতহাস পূর্বসূরীরা উত্তর সাধকদের জন্য রেখে গিয়েছিলেন। বিপ্লবী রাসবিহারীর জীবনে, বিশেষ করে ১৯১৫ পর্যন্ত, সবই কুয়াশায় ঢাকা। সেটাই স্বাভাবিক, বিপ্লবীমাত্রেই নিজের পদচিহ্ন সযত্নে মুছে ফেলতে স্বতই তৎপর। স্বাধীনতার অব্যবহিত পরে চেষ্টা করলে হয়তো অনেক জীবিত বিপ্লবীর কাছে তথ্য সংগ্রহ করা সম্ভবপর হত-এখন সেটাও অসম্ভব। আলোচ্য গ্রন্থের মাল-মসলা সংগ্রহ করতে আমার তিন বছর সময় লেগেছে, যদিও লিখতে সময় লেগেছে মাত্র এক মাস। এমন সময় গেছে যখন আমি হতাশ হয়ে এ-রচনায় ব্রতী হবার চিন্তা ত্যাগ করেছিলাম। কী করে পূনরায় উৎসাহ ফিরে আসে সে-কথা যথাস্থানে বলেছি। হতাশ হবার একমাত্র কারণ তথে..
অপ্রতুলতা।

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now
Open Chat
Hello 👋
How can we help you?
Ami Rasbihari-ke Dekhechi || Narayan Sanyal
Original price was: ₹250.Current price is: ₹200.

Only 5 left in stock

Estimated delivery on 1 - 4 May, 2025
35 other looking at this product!