ভাষা। ভাষা। এবং ভাষা। পাঠকের সঙ্গে ক্যাট অ্যান্ড মাউজ খেলার একমাত্র জাদুদণ্ড। গল্পের সুতোটাকে ধরে স্রেফ ভাষা ব্যবহারে মূর্ত হয়েছে বিমূর্ত। কখনও বিমূর্ত রাজি হয়েছে আবছা অবয়ব নির্মাণে। কখনও গল্প ও না-গল্পের মাঝখানের ধূসর সরণী ধরে আলগোছে পা ফেলেছেন গল্পকার। এমনকী রিয়্যালিজমের ঘেরাটোপে, রেফারির বাঁশি মেনে গড়িয়ে দিয়েছেন বল। বাস্তবের নিপুণ অনুপুঙ্খতায়, তন্নিষ্ঠ অনুবর্তনে কখন জানা বাস্তবটাই হয়ে উঠছে অজানা। রেফারির কাজল এড়িয়ে মুছে দিয়েছেন অফসাইড আর অনসাইডের সীমারেখা। প্রতিটি গল্পই তাই চেনা কিন্তু অচেনা। যুগপৎ।
এখনো পর্যন্ত লিখিত সাহিত্যিক দেবতোষ দাশের সেরা ২৫টি গল্পের এক অভিনব সংকলন।
Reviews
There are no reviews yet.