গুরুচরণ মহলানবিশ বঙ্গীয় পাঠকসমাজের কাছে পরিচিত না হলেও তাঁর পৌত্র বিশ্ববিশ্রুত রাশিবিজ্ঞানী প্রশান্তচন্দ্র মহলানবিশের পরিচয়ে তাঁকে বিলক্ষণ চেনা যায় ।তাঁর আত্মকথা সমকালীন সমাজের দর্পণ ও ব্রাহ্ম আন্দোলনের দলিল।
বিদ্যাসাগরের বিবাহ আন্দোলনকে মান্যতা দিতে গুরুচরণ ১৮৬৪ সালে রুক্মিনী চক্রবর্তী নাম্নী এক বিধবাকে বিবাহ করেন। বিদ্যাসাগর, বিজয়কৃষ্ণ গোস্বামী, শিবনাথ শাস্ত্রী, কেশবচন্দ্র সেন, আনন্দমোহন বসু প্রমুখ গুণীজনের সঙ্গে গুরুচরণের ঘনিষ্ঠতার প্রসঙ্গ এই গ্রন্থটিতে অন্য মাত্রা যোগ করেছে।
প্রয়াত গৌতম নিয়োগীর সম্পাদনায় এই গ্রন্থটি নব সংস্কৃরণে প্রকাশিত হল ।
Reviews
There are no reviews yet.