অভিনেতার জীবন স্বতন্ত্র। কারও হাত, কারও পা, মাথা জুড়ে জুড়ে গেঁথে চলেন এক একটা চরিত্র। আর এই টুকরোগুলো জড়ো করা হয় চেতন, অবচেতন বা অচেতন মনের সংগ্রহশালা থেকে। সবটা জুড়ে যাওয়ার পর অৰুয়টাকে মনে হয় নতুন। কিন্তু তা তো নয়, সব টুকরোরই স্বতন্ত্র অস্তিত্ব আছে। এমনই টুকরো টুকরো কথার বিনিসুতোর গাঁথা মালা এই বই, যেখানে প্রখ্যাত নাটককার ও অভিনেতা মেলে ধরেছেন তাঁর চারিপাশের মানুষজনকে। দীর্ঘ কর্মজীবনে যাঁদের মুখোমুখি হয়েছেন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে। জীবন আর মঞ্চের হিসেব আলাদা। আবার কোথাও যেন এ-দুটির মধ্যে মিলও অনেক। এই দুটি পৃথক জীবনকে মুখোমুখি এনে পাঠকের দরবারে হাজির করেছেন লেখক। যেখানে পাঠক সন্ধান পাবেন এক দুনিয়ার, যেখানে চেনা ও অচেনা মানুষজন একই দোলনায় পিঠোপিঠি বসে দোল খায়।
Reviews
There are no reviews yet.