৫০ বছর আগের এক বৃষ্টিঝরা বিকেলে সৌমিত্রকে প্রথম দেখি ‘মাল্যদান’ ছবিতে। প্রথম দেখাতেই ওকে ভালো লেগেছিল। তার প্রায় বছর তিনেক পরে দেখি ‘অপুর সংসার’। ছবিটিতে সৌমিত্র আমাকে অসম্ভব মুগ্ধ করেন। সাহিত্যিক অপু, উদাসীন ভবঘুরে অপু, প্রেমিক-স্বামী অপু ও সর্বোপরি পিতা অপু—নানা রূপে সৌমিত্র অনবদ্য। খুব ভালো লেগেছিল ওঁর ‘সোনার কেল্লা’। চারুলতা ও ছক ভাঙা ‘অভিযান’, ‘গণদেবতা’। বিশেষত ‘ঝিন্দের বন্দী’। ওঁর পরিচালিত ও অভিনীত নাটক বেশ ভালো লেগেছে। আবৃত্তিকার এবং বক্তা সৌমিত্র চমৎকার। ওঁর ও নির্মাল্যবাবুর সম্পাদিত মননশীল এক্ষণ আমাকে চিন্তার খোরাক জুগিয়েছে।
এই বহুমুখী গুণী মানুষটি চলে যাওয়ার পর এই বইটি ওঁর প্রতি সামান্য শ্রদ্ধার্ঘ।
Reviews
There are no reviews yet.