এই বইটি একটি নীল ফুল। সেই নীল রং, যা শ্রাবণীর প্রিয়। ধীরে ধীরে সেই নীল চারিয়ে গেছে পুরো কাহিনিবিন্যাসে। প্রথম পর্বে অটিজম, দ্বিতীয় পর্বে সেরিব্রাল পলসি উঠে এসেছে এই উপন্যাসের কাহিনিসূত্রে। যেসব শিশু আমাদের প্রত্যাশা থেকে আলাদা, তাদেরই দুজনকে ঘিরে গড়ে উঠেছে গল্প। মানুষের প্রতি সহমর্মিতা, ভালোবাসার সঙ্গেই অপার মায়া ছড়িয়ে আছে এই বইয়ের পাতায় পাতায়।
লেখকের নিজের কথায়— “আকাশের রং নীল। সমুদ্রের রং নীল। এই উপন্যাসে ফুলের রংও নীল। নীল রং প্রতীকী। নীল মানে উন্মুক্ততা, উদারতা, মুক্তি, কল্পনা, প্রসারতা আর সংবেদনশীলতা। এই নীল রং একই সঙ্গে আবার নির্দেশ করে গভীরতা, আস্থা, একাগ্রতা, স্থৈর্য এবং বোধ। অর্থাৎ আত্মার রং। শুদ্ধ, শুভ, অমলিন। বিচারবুদ্ধির আবিলতা আমাদের স্বপ্ন দেখার ইচ্ছেগুলোকে নির্মূল করে দিয়েছে। তাই হয়তো এইসব অমৃতের পুত্রকন্যাদের হাত ধরে আমাদের অন্ধ এবং বন্ধ চোখ নতুন করে স্বপ্ন দেখা শিখতে পারে, তেমন তীব্র সদিচ্ছা থাকলে।”
Reviews
There are no reviews yet.