মফস্বলের তরুণ তুর্য চাকরি নেয় পাহাড়ি রূপাং বস্তির সংলগ্ন এক কাঠ চেরাই কারখানায়। কিন্তু কাছাকাছি ঘর ভাড়া না পেয়ে বাধ্য হয়ে আশ্রয় নেয় মল্লিক কুঠিতে।
একটু একটু করে তূর্য আবিষ্কার করে, মল্লিক কুঠির অন্ধকারে লুকিয়ে আছে অনেক অজানা রহস্য। রাত গভীর হলে বাড়ির আনাচে-কানাচে অনুভূত হয় এক অগ্নিদগ্ধ কিশোরীর অস্তিত্ব! হঠাৎ তূর্যর কারখানার শ্রমিকেরা মারা পড়তে থাকে লেপার্ডজাতীয় হিংস্র প্রাণীর আক্রমণে। কিন্তু যদি সত্যিই লেপার্ড আক্রমণ করে, তবে ঘটনাস্থলে কেন তার পদচিহ্ন দেখা যায় না? স্থানীয়দের বিশ্বাস, এই মৃত্যুর পেছনে কাজ করছে আরও ভয়ঙ্কর কিছু!
অতৃপ্ত পিশাচ ‘লাখে’।
কিন্তু কে জাগাল সেই ভয়ংকর ‘লাখে’-কে? এর পিছনে কি মল্লিক কুঠির কোনও যোগসূত্র রয়েছে? নাকি আছে আরও গভীর ষড়যন্ত্র?… তূর্য কি পারবে এই রহস্যের কিনারা করতে?
উত্তর দেবে ‘নিশিচর’।
Reviews
There are no reviews yet.