সোশ্যাল মিডিয়ার ও ইলেকট্রনিক মিডিয়ার যতই আধিপত্য বাড়ুক, আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে জড়িয়ে পড়ুক না কেন, প্রিন্ট মিডিয়া অপাঙক্তেয় মূল্যহীন হয়ে পড়েনি। পড়বেও না কোনদিন। সকালবেলা ধূমায়িত চায়ের সঙ্গে খবরের কাগজ আজও অপরিহার্য। খবরের কাগজের সব থেকে গুরুত্বপূর্ণ পৃষ্ঠা কোনটি, এ প্রশ্নের উত্তরে সকলেই বোধহয় সম্পাদকীয়-পৃষ্ঠার কথা বলবেন। সম্পাদকীয় ছাড়াও এই পৃষ্ঠায় থাকে ‘উত্তর-সম্পাদকীয়’ না বলে অবশ্য আমরা

পোষ্ট এডিটোরিয়াল’ বলতে অভ্যস্ত।

পার্থজিৎ গঙ্গোপাধ্যায় ছোটদের প্রিয় লেখক। প্রাবন্ধিক হিসেবে, বাংলা সাহিত্যের একনিষ্ঠ গবেষক হিসেবে তাঁর পরিচিত উভয় বঙ্গে সুবিদিত। ‘বর্তমান’ সংবাদপত্রে তিনি কয়েক বছর আগে বেশ কিছু উত্তর-সম্পাদকীয় লিখেছিলেন। স্বাদু গদ্যে সময়ের খণ্ডচিত্র যেন। কত সমস্যা ও সংকট, সেই সংকট থেকে উত্তরণের ইঙ্গিত। সমাজের নানা অঙ্গনে, বিশেষত আলো পড়েছে শিক্ষার অঙ্গনে। ভাবনার স্বচ্ছতায়, রম্য গদ্যভাষায় প্রতিটি লেখাই ভিন্নতর মাত্রা পেয়েছে। পুরোনো খবরের কাগজের পাতায় লেখাগুলি হারিয়ে যা চাইনি আমরা। তাই দু মলাটে গ্রস্থিত হল। পড়তে সংবাদপত্রে পাঠকালের পুরোনো হারানো খস্মৃতি হয়তো-বা ফিরে পাবেন। মনে হবে, সব সমস্যাই তো রয়ে গেছে করে যে এসব আর থাকবে না, দুশ্চিন্তার কালো মেঘ সরে গিয়ে ঝলমলিয়া উঠবে আলো।

You may also like…

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now
Post -Editoriyal || Parthajit Gangopadhyay || পোস্ট এডিটোরিয়াল || পার্থজিৎ গঙ্গোপাধ্যায়
Original price was: ₹200.Current price is: ₹170.

Only 5 left in stock

Estimated delivery on 10 - 13 April, 2025