প্রেমেন্দ্র মিত্র। এমন বহুমুখী প্রতিভাধর কথাশিল্পী বাংলা সাহিত্যজগতে বিরল। প্রেমেন্দ্র মিত্র কবি। বাংলার গদ্যকবিতা রচনার পথিকৃৎ। প্রেমেন্দ্র মিত্র ছোটগল্পকার। প্রেমেন্দ্র মিত্র গোয়েন্দা কাহিনির স্রষ্টা। প্রেমেন্দ্র মিত্র ছড়াকার, গীতিকার, সিনেমার চিত্রনাট্য, সংলাপ-রচয়িতা, সিনেমা পরিচালক।
লিখেছেন সায়েন্স ফিকশন। লিখেছেন সব বয়সের পাঠকের কাছে জনপ্রিয় ঘনাদা কাহিনি।
কিন্তু সকলের আগে তিনি হাত দিয়েছিলেন উপন্যাস রচনায়। কিশোর বয়সে তাঁর উপন্যাস রচনার হাতেখড়ি। প্রবীণ বয়স পর্যন্ত তাঁর কলম সৃষ্টি করেছে একের পর এক ভিন্নস্বাদের উপন্যাস। অসামান্য কাহিনি-গ্রন্থন ও অনুপম চরিত্র-সৃজন দক্ষতা উপস্থিত তাঁর সৃষ্ট উপন্যাসগুলির ছত্রে ছত্রে। কিন্তু দুঃখের বিষয়, তাঁর রচিত প্রথম দুটি উপন্যাসের পাণ্ডুলিপির খোঁজ পাওয়া যায়নি। প্রেমেন্দ্র মিত্রর উপন্যাসগুলি খণ্ডে খণ্ডে প্রকাশিত হচ্ছে।
Reviews
There are no reviews yet.