প্রাপ্তমনস্ক মানুষের অন্তর্জগৎ-কে হাতের তালুর মতোই চিনতেন সুনীল গঙ্গোপাধ্যায়। অবচেতনের রহস্যগভীর আলো-অন্ধকারে কত কত পতন-স্খলনের দোলাচল; পাপ ও পুণ্য হাত-ধরাধরি-করে হেঁটে বেড়ায় সেখানে-প্রবৃত্তির তাড়নার সঙ্গে শুভবোধের চিরন্তন দ্বন্দু- জৈবিক চাহিদার সম্মোহক টান বাধ্য করে বিচিত্রতম অপরাধ বা অদ্ভুত কার্যকলাপের শরিক হয়ে পড়তে।… মনের এই নিষিদ্ধ অঞ্চলে যে নিত্য ওঠা-পড়া চলে তার পরিণতি যে কত কল্পনাতীত, অভিঘাতপূর্ণ হতে পারে পরিণত পাঠকের উদ্দেশে লেখা তাঁর ছোটগল্পসমূহ পাঠ করলেই স্পষ্ট হয়ে যায়।… ‘গরম ভাত অথবা নিছক ভূতের গল্প’ ‘দেবদূত অথবা বারোহাটের কানাকড়ি’, ‘খিদে’, ‘পুরী এক্সপ্রেসের রক্ষিতা’ বহু আলোচিত ও আলোড়ন-তোলা একের পর এক ছোটগল্পে মানুষের লোভ, ক্ষুধা, যৌনতা, লালসা-কে এক চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন তিনি-পরিবেশন করেছেন নিখুঁত শিল্পসুষমামণ্ডিত চিরন্তন সাহিত্য-সৃজন-তাই পাঠকের চেতনা আবিষ্ট ও বিহ্বল করে রাখে কাহিনিগুলি।… সুনীল গঙ্গোপাধ্যায়-সৃষ্ট সেই প্রাপ্তমনস্কদের ভুবন থেকে একগুচ্ছ অবিস্মরণীয় কাহিনি চয়ন করে নিবেদন করা হল এই বইতে-বারংবার পাঠের পরেও যার আবেদন চিরউজ্জ্বল-হৃদয়-কে আচ্ছন্ন-অভিভূত করে রেখে দেয় যারা।

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now
25 Ti Praptamanaskader Galpa || Sunil Gangopadhyay || ২৫ টি প্রাপ্তমনস্কদের কথা || সুনীল গঙ্গোপাধ্যায়
Original price was: ₹400.Current price is: ₹300.

Only 2 left in stock

Estimated delivery on 26 February - 3 March, 2025