Description
তিনটি অসাধারণ কাহিনি ‘গোলকি’ গ্রন্থে। প্রথমেই ‘গোলকি”। কোচ দেবেশ বিশ্বাস করতেন না গোলকিপার ফুটবলাররা পাগলাটে স্বভাবের হয় একটু। দলের একনম্বর গোলকিপার সুকান্ত চোট পেলে তিনি নিয়ে এলেন অতনুকে। টুর্নামেন্টে দেবেশের ক্লাবকে চ্যাম্পিয়ন করল অতনুর দক্ষতা। আর অতনুকে সামলাতে সামলাতেই দেবেশ টের পেলেন গোলকিপাররা সত্যিই একটু পাগল, একটু রহস্যময় মফসলের ছেলে ভাইটু ভাইচুং ভুটিয়ার সঙ্গে তুলনা করে তার নাম হয়ে যায় ভাইচুং। কোকাকোলা কাপে স্কুলটিমকে চ্যাম্পিয়ন করতে গিয়ে জীবন বিপন্ন হয় যার। কীভাবে উদ্ধার পেল সে, তারই শ্বাসরোধকারী ঘটনা “ভাইচুং” তৃতীয় গল্পটি সবদিক থেকেই অভিনব। স্কুলটিমের ক্যাপ্টেন নির্বাচন হবে। পাঁচজন দাবিদার। বল ব্যানার্জি এসে সবাইকে বুঝিয়ে দিসেন, একজন ভাল ক্যাপ্টেনের কী কী গুণ থাকা সরকার। তারপর পরীক্ষা। আদিবাসী ছেলে সুভাষ হেমরম কীভাবে এই পরীক্ষায় সবাইকে টপকাস, তারই সুরস্ক কাহিনি ‘ক্যাপ্টেন কারে কয় গল্পে রূপক সাহার ‘গোলকি -র পাতায় পাতায় খেলাধুলার জগৎ যেন হয়ে উঠেছে জীবনের পাঠশালা।
Aditi Sannigrahi –
Good book