বসন্ত হল প্রেমের ঋতু। এমন যথার্থ সংজ্ঞা কী? তা কি কেবলমাত্র দুটি মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকে? নাকি জীবনের পথে নানা জনের দিক থেকে নানাভাবে প্রেম লাভ হতে পারে। মানব জীবনের এক অপরিহার্য হল এই প্রেম বা ভালোবাসা, যার অবর্তমানে মানব জীবনে নেমে আসে একাকিত্বের অন্ধকার এবং তা গ্রাস করে মানুষের অস্তিত্বকে নিয়ে যায় হতাশার, দুঃখের অতল গভীরে।
তবে সব সময় যে নিজের জীবন সঙ্গী বা সঙ্গিনীর থেকেই এই প্রেমের পরিস্ফুটন ঘটে তা নয়। কখনো কখনো দূরের মানুষ মধ্যেকার পুনরায় ঘুড়িয়ে হয়ে ওঠে আপন আর মন নিজের অজান্তেই ভালোবেসে ফেলে এক অপরিচিত সত্তাকে যা সমাজের চোখে হয়তো বা ঠিক বা হ ভুল। কিন্তু এই প্রেম তো নিয়মে চলে না এবং তা যে সর্বদাই দুই প্রণয়-প্রশরীনীর মধ্যে ঘটে যাও নয়। অন্তরের এই অদৃশ্য বন্ধন বেঁধে রাখে দুটি বন্ধুকেও। সেই বন্ধন মানে না কোনো বাঁধাই। তা কেবল বয়ে চলে সময়ের মতোন নিজস্বণরায়। অকাল বসন্তের পাখি হয়তো এরকমই কোনো ঘটনার জীবন্ত উপাদান। সেই উপাখ্যান হয়তো বা সমাজের কোনো না কোনো প্রান্তে ঘটে যাওয়া সহ্য-ঘটনা অথবা হয়তো লেখকের অলীক কল্পনা মাত্র। তবে যাই হোক না কেন একথা বলতে বাধ্য যে, কলমের আঁচ এই বইয়ের যে পাতায় শেষ হয়েছে, সেখান থেকে শুরু হবে পাঠকের মনের এক নতুন ভাবনার যা পাঠককে নিয়ে যাবে এক স্বপ্নের সুনিয়াতে। যে দুনিয়াতে অঞ্চলে বসন্তের সব পাখিরা মুক্ত আকাশে ডানা মেলে উড়ে বেড়ায় এবং তাদের অদৃশ্য বন্ধনে বুনে চলে ভালোবাসার নীড়।
Reviews
There are no reviews yet.