নিঝুমপুর গ্রামের গোলাপকুঁড়ি প্রাইমারি স্কুল৷ ঘুঙুরমণি বনের দিক থেকে উড়ে এসে স্কুলের অফিসঘরে ঢুকল একটা সাদা কাকাতুয়া৷ বনের পাখিটা আর বনে উড়ে গেল না৷ স্কুলের সেক্রেটারিদাদুর পরিকল্পনায় ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত নতুন ক্লাস শুরু হল ‘চলো পশুপাখিকে ভালবাসি’ ‘চলো গাছপালাকে ভালবাসতে শিখি’৷
টিভিতে দেখানো হল স্কুলের এসব খবর৷ ছাব্বিশে জানুয়ারি বার্ষিক অনুষ্ঠানের দিন সেরা পরিবেশবান্ধব স্কুল ও সেরা পরিবেশবান্ধব ছাত্রের পুরস্কার তুলে দিলেন রাজ্যের পরিবেশমন্ত্রী৷ অনুষ্ঠানের সময় কাকাতুয়াটা উড়ে এসে বসল মঞ্চে মাইক্রোফোনের উপর৷ মন্ত্রীর ভাষণ শেষ হতেই কাকাতুয়াটা বলে উঠল, ‘বন্দেমাতরম!’
Reviews
There are no reviews yet.