অলোক গোস্বামীর গল্প সংকলন।

সুস্থিতি এবং অস্থিরতার মধ্যবর্তীতে অস্বস্তিকর তবু ক্লান্তিহীনভাবে চলমান যে জীবন, তার ভিতরেই জন্ম নেয় অলোক গোস্বামীর গল্পেরা। তাঁর কাহিনির নির্মাণ যেন অনেকটা পাহাড়ি রাস্তায় সফরের মতো। এই সরলরেখা। কিন্তু মুহূর্তেই তা মুখোমুখি হয় অপ্রত্যাশিতের। প্রতি বাঁকে কেবলই দৃশ্যের জন্ম; সামনে অতলান্ত খাদ; হয়তো মৃত্যু; সমাপ্তি; আবার একটা রাস্তাও চোখে পড়ে। পুনরায় এগিয়ে যাওয়া। এভাবেই ঘনিয়ে ওঠে অলোকের গল্পেরা। যে জীবন কাম্য আর যে জীবন বাস্তব, তার মেলা এবং না-মেলার দ্বান্দ্বিক মুহূর্ত মাঝেমধ্যেই আমাদের বিচলিত ও বিহ্বল করে। বস্তুত সম্ভব-অসম্ভবের সেই সেতুটিরই অভিমুখী এই লেখক, যা প্রচলিত কোনও অর্থে জীবনকে ব্যাখ্যায় রাজি নয়। তাঁর কাছে সংজ্ঞায়িত নয় জীবন, ফলে নেই কেন্দ্রিকতা। বরং প্রতি মুহূর্তে অন্যতর অর্থ খুঁজে চলাই তাঁর লিখন-বৈশিষ্ট্য। নিরন্তর খুঁজে দ্যাখা সম্ভাব্য অসম্ভব। কেননা তিনি জানেন, জীবন আসলে চৈতন্যে ধরা দেওয়া ও না-দেওয়া এক জটিল, বহুমাত্রিক ধারণা। এই সংকলনের ১৫টি গল্প জীবনের সেই ধারণার কাছেই পৌঁছে দেবে পাঠককে যা ঘটমান তথাপি অনাস্বাদিত। যা দৃশ্যমান তবু অদেখা। যা চেনা, তবু সম্পূর্ণ চেনা নয়। সেখানেই কুশলী গল্পকারের মুনশিয়ানা এবং কৃতিত্ব।

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now