‘আনন্দমেলা’র ‘সাহিত্যে ডিটেকটিভ’ সংখ্যায় আকিদার আত্মপ্রকাশ ‘দেবতার হাত’ গল্পে। আকিদা, বা আকি রায় আজকের প্রজন্মের টেক-স্যাভি গোয়েন্দা। তার সঙ্গী তার মামাতো ভাই জুনো, বা সর্ব রায়, যাকে আকি বোড়ে নামে সম্বোধন করে। আকিদা শখের গোয়েন্দা এবং প্রচারবিমুখ। পেশায় দক্ষ প্রোগ্রামার হওয়ায় সে গোয়েন্দাগিরির ফিজ়ের কোনও তোয়াক্কা করে না। চারটি জমজমাট গল্পে আকিদা সিরিজ়ের প্রথম বইটিতে প্রত্যেকটির প্লট এবং ক্রাইমের প্যাটার্ণ আলাদা, যার জন্য বইটি আক্ষরিক অর্থেই আনপুটডাউনেবল।

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now