উইংসফটের কর্ণধার প্রীতম সান্যালের জটিল চরিত্র গঠন শৈশবে শুরু হয়। শূন্য থেকে শুরু করা স্বপ্নসন্ধানী বাবা দয়াল সান্যাল এবং ধর্মান্তরিত বিদুষী মা শিপ্রা সান্যালের দাম্পত্যে ছিল নিদারুণ ঘাত-প্রতিঘাত। অনতি-অতীত ও বর্তমান জুড়ে কলকাতা, নিকটবর্তী মফস্সল হরিতলা, হদ্দ এক পাড়াগাঁ ডুমুরঝড়া, কার্শিয়ং, মহীশূর এবং লন্ডন– এই দীর্ঘ কাহিনির প্রতিটি ঘটনায় রয়েছে অসংখ্য চরিত্রের আলো-আঁধারির জীবনচর্চার নিবিষ্ট অন্বেষণ। সত্তর দশকের নকশাল আন্দোলন, স্বাধীন বাংলাদেশ তৈরির কালবেলা ছুঁয়ে এই কাহিনি একসময় পৌঁছে যায় নতুন সহস্রাব্দের সূর্যকিরণে সম্পৃক্ত আধুনিককালের আন্তর্জাতিক কম্পিউটার ব্যাবসার জগতে। ছোট্ট বিটুর ছিন্নভিন্ন শৈশব থেকে প্রীতম সান্যালের আকাশচুম্বী পেশাগত সাফল্যের দীর্ঘ পথে নানান বাঁকে বারে বারে প্রীতম সান্যালের হৃদয় ছুঁয়ে গেছে শৈশবে মায়ের ঘুমপাড়ানি গান – আয় ঘুম, আয় ঘুম, আয় ঘুম আয়…
– Aditi Sannigrahi
Good one