বিস্মৃতির অতলেই হারিয়ে গেছেন তারা। অথচ ভারতের অগ্নিযুগের বিপ্লবী আন্দোলনে তাঁদের ভূমিকা ছিল। অপরিসীম। ব্রিটিশ পুলিশের হাত থেকে বিপ্লবীদের রক্ষা করতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বার বার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাঁরা। গোপনে ফেরারী বিপ্লবীদের আশ্রয় দিয়েছেন, বিপ্লবীদের আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছেন, কখনও-বা গোপন খবর সংগ্রহ করে দিয়েছেন। বিপ্লবীদের জন্য। বিপদে-আপদে বুক দিয়ে আগলে রেখেছিলেন বিপ্লবীদের। সেই অনামা মানুষরা, সেই সব অনাত্মীয়রাই। সেসময় বিপ্লবীদের পরমাত্মীয় হয়ে উঠেছিলেন। অগ্নিযুগের বিপ্লবী আন্দোলনের সহায়ক সেইসব অনামা পরমাত্মীয়দের সেদিনের সেই রোমাঞ্চকর
ভূমিকার কথা সাজিয়ে দেওয়া হল দুই মলাটের মধ্যে। বিস্মৃত-প্রায় ইতিহাসের
উজ্জ্বল উদ্ধার।
Reviews
There are no reviews yet.