বাবা ছেলেকে একটি পার্সেল পাঠিয়েছিলেন। তাতে ছিল স্বদেশি জামাকাপড়। বঙ্গভঙ্গের আগুন জ্বলতে শুরু করেছে তখন। পূর্ববঙ্গের ছেলে শ্রীকান্তর জীবন পালটে দিল ওই জামাকাপড়। শ্রীকান্ত থেকে শশাঙ্ক হয়ে উঠল সে। বাংলার বিপ্লববাদীদের হাতিয়ার। ঠিক উলটোদিকেই রয়েছে কানাইলাল। পশ্চিমবঙ্গের এক ধনী বাড়ির সন্তান। অ্যাডভেঞ্চারের আকর্ষণে একদিন বিপ্লববাদী গোষ্ঠীতে ঢুকে অশনি হয়ে পড়ে সে। পিস্তল, রিভলবার, নানা ধরনের বোমা, খুন, প্রতিশোধ, বারবনিতা, ধর্ষণ, জেল, বিশ্বাসঘাতকতার আখ্যানে সে এমন এক বিশ্বাসঘাতক হয়ে ওঠে যে পারলে নেহেরু কিংবা মৌলানা আবুল কালাম আজাদকেও ফাঁসিয়ে দিতে চলেছিল, ভেঙে দিতে চলেছিল গান্ধিপ্রণীত অহিংস আন্দোলনকে ব্রিটিশদের হয়ে। বিপ্লবী শ্রীকান্ত তথা শশাঙ্কের উপর দায়িত্ব বর্তায় কানাই তথা অশনিকে বিশ্বাসঘাতকতার শাস্তি দেবার। পারবে কি সে?
Reviews
There are no reviews yet.