বখতিয়ারের অষ্টাদশ অশ্বারোহীর আক্রমণে নবদ্বীপ থেকে লক্ষ্মণ সেনের পলায়নের কাহিনি বহুচর্চিত হলেও তার পরবর্তী সংগ্রামের ইতিহাস বাঙালি বিশেষ মনে রাখে না।নবদ্বীপ জয় তুর্কিদের একটা সাময়িক বিজয় হলেও মোটামুটি এক শতাব্দী জুড়ে তুর্কিরা বহু চেষ্টা করেও বঙ্গ বিজয় সম্পন্ন করতে পারেনি।
রাঢ় পাল্টা প্রতিরোধ করেছিল তন্ত্রাচার্যদের নেতৃত্বে। তারা প্রাণপণে নবদ্বীপ পুনরুদ্ধার করতে চায়। সেই সূত্রে উৎকলের গঙ্গা সম্রাটের সাহায্যও মেলে। দীর্ঘ কয়েক বছর সে যুদ্ধের পর তুর্কিরা ছত্রভঙ্গ হয়ে যায়। সেই দীর্ঘ যুদ্ধে গঙ্গা সম্রাট ও রাঢ়ীদের হাতে পর্যুদস্ত হয়েছে তুর্কি সেনারা।
Reviews
There are no reviews yet.