ক্লাইভ স্বীকার করেছিলেন , যখন বিনা বাধায় তাঁর মাত্র ২৪০০ জন সৈন্য পলাশী থেকে রাজধানী মুর্শিদাবাদে গিয়েছিল তখন বহু সাধারণ মানুষ নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিলেন. ক্লাইভ বলেছেন একটা লাঠি নিয়েও যদি সৈন্যদের বিরুদ্ধে তাঁরা রুখে দাঁড়াতেন তবে ক্লাইভের পক্ষে বাংলা জয় করা সম্ভব ছিল না. কিন্তু সিরাজের থেকে সবাই মুখ ফিরিয়ে নিয়েছিলেন কেন? সিরাজের বাবু গিরি পনা সম্পর্কে সেসময়ের ঐতিহাসিক গোলাম হোসেন তাঁর “সায়র উল মুতাখেরীন” নামক বইয়ে লিখেছেন, “সিরাজ অর্থ লোভী, লম্পট, নিষ্ঠুর স্বভাবের শাসক ছিলেন. চার্লস স্যামুয়েল তাঁর Bengal in 1756-1757 ডডয়েল তাঁর Oxford history of India বইয়ে বিস্তৃতভাবে সিরাজের অত্যাচারের নানা ঘটনা লিপিবদ্ধ করেছেন. কখনো ইচ্ছে করে অকারণে নৌকা ডুবিয়ে মাঝ গঙ্গায় মানুষের আর্তনাদ শুনে আনন্দ পেয়েছেন নদীর পাড়ে বসে তো আবার কখনো গর্ভবতী যুবতীর পেট কেটে অজানা কৌতূহল মিটিয়ে নিয়েছেন. উনিশ শতকের বাঙালি পন্ডিত ভোলানাথ চন্দ্র ও অক্ষয়কুমার মৈত্র জানাচ্ছেন, গঙ্গায় স্নানরত কিশোরী যুবতী দের দেখে সিরাজ কাম লোলুপ দৃষ্টিতে তাকাতেন. ইচ্ছে অনুযায়ী তাদের ধরে এনে কাম পিপাসা নিবৃত্ত করতেন ও অবাধ্য হলে মেরেও ফেলতেন. কোন ইনসাফ মিলত না. সিরাজের সময় কাশিম বাজারের ফরাসি কুঠিয়াল মসিয়ে জা লা তাঁর স্মৃতি কথায় বলেছেন, “সিরাজ হলেন সর্বকালের এক নিষ্ঠুর স্বভাবের যুবক যিনি সমস্ত রকম ব্যভিচারে পটু”.

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now
Akarshan || Sachindranath Mondal
Original price was: ₹400.Current price is: ₹300.

Only 5 left in stock

Estimated delivery on 18 - 21 April, 2025