এক ক্ষ্যাপা তরুণ আর তার সঙ্গিনীর ব্যাকপ্যাকিং-এ বিশ্বভ্রমণের ডায়েরি।
ইট-বালি-কংক্রিটের বাসস্থানের সঙ্গে তার বন্ধুত্ব নেই।পায়ের তলায় ক্রমাগত সর্ষে। প্রতিদিন শোওয়ার আগে পথ হাতছানি দিয়ে ডাকে। ধুমজ্বরের ঘোরে ভিক্টোরিয়া ফলস দেখতে পায়, রান্না করতে গিয়ে প্যারিস উঁকি মারে। উৎসবের আমেজে হো চিন মিন সিটির কথা ভেবে কাতর হয় সে, আবার মন খারাপ হলে কল্পনার ডানায় ভর দিয়ে উড়ে যায় লাতিন আমেরিকার অদেখা শহরে, কিংবা বাস্তব ও রূপকথার মাঝামাঝি কোনো জায়গায় কিংবা বর্তমানে, অতীতে। অপরিচিত মানুষের জীবনে। তাঁদের জীবনের গল্পে। তাঁদের লেখা চিঠিতে। কবিতায়। তাঁদের হতাশায়। তাঁদের স্বপ্নে।
Reviews
There are no reviews yet.