হিন্দু মাইথোলজি বলছে, অমৃত লাভের কল্পিত ইতিহাস বড় সুমধুর নয়। আর মানুষ কিনা অমরত্বের লোভে সেই অমৃতের সন্ধান করে চলেছে যুগ যুগ ধরে। আজ নিজ প্রচেষ্টাতে সে বেশ কিছুটা সফলও হয়েছে। আস্তে আস্তে মানুষ আবার হয়ে উঠছে দীর্ঘজীবী। অমৃতের আজ নানান রূপ। জিন-থেরাপি, অর্গান-ট্রান্সপ্ল্যান্টেশন- এই সবকিছুই আধুনিককালের অমৃতের সংস্করণ স্বরূপ, যা কিছুকাল আগেও মানুষের আধরা ছিল। আগামীতে না-জানি লুকিয়ে আছে আরও কত কিছু তাই জানতে ইচ্ছে করে, আগামীতে ঠিক কী লুকিয়ে রয়েছে মানব সভ্যতার গর্ভস্থলে? আজ কল্পনাশক্তি দিয়ে তার কিছুটা আমরা আন্দাজ করতে পারি । আগামীর মানুষ কী সত্যিই পাবে অমৃতের সেই নানান রুপের সন্ধান? তা খুঁজে পেলে কী মানুষের জীবন আমূল বদলে যাবে? মানুষ কী হয়ে পড়বে তার নিজের উন্নত সংস্করণের দাস? ঠিক যেমনটা হয়েছিল দেবতা আর অসুরদের ক্ষেত্রে। তখনও কী মানুষ অমৃতের খোঁজ চালিয়ে যাবে? নাকি সে বাধ্য হয়েই বলবে অমৃত চাই না….
বিশ্বজিৎ সাহা ‘অমৃত চাই না’।
Reviews
There are no reviews yet.