যে-পথ সকল দেশ পারায়ে—সেই পথের হয়তো অনেকখানিই বাকি, তবু কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং পুবের প্রত্যন্ত প্রান্ত থেকে পশ্চিমের শেষপ্রান্ত অবধি বারে বারে দেখার সৌভাগ্য বুদ্ধদেব গুহ-র হয়েছে। তাঁর কথাসাহিত্যের সঙ্গে যাঁরা পরিচিত তাঁরাই জানেন, তিনি আদ্যন্ত ভ্রামণিক, বনপ্রেমী, প্রকৃতিপ্রেমী এবং মানস-ভ্রমণে বিশ্বাসী। কথাসাহিত্যে তিনি স্বপ্নবিলাসী, অরণ্যকে সেখানে তিনি মায়ায় বেঁধেছেন। কিন্তু এই গ্রন্থে সংকলিত প্রতিটি রচনায় বন্যপ্রকৃতি সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি অভ্রভেদী। বনের অবস্থান, সমস্যা, সেখানকার সম্পদ, বনচারী পশু-পাখি, বনাশ্রিত মানুষজন এই রচনাগুলির বিষয়বস্তু। এখানে আছে বক্সার বনাঞ্চল, সাতকোশীয়া গণ্ড অভয়ারণ্য, সিমলিপাল, পালামৌ, বেতলা, ম্যাকক্লাস্কিগঞ্জের মর্মকাহিনী। যাঁরা ট্যুরিস্ট গাইড চান তাঁরা এইসব লেখা পড়ে হতাশ হবেন। কিন্তু যাঁরা নির্জনতা ভালবাসেন, বনের সঙ্গে একাত্ম হতে জানেন, তাকে আপনতম করে নেন, যাঁরা নিজেদের কথা শোনাতে নয়, বনের কথা নির্বাক হয়ে শুনতে চান, তাঁদের কাছে ‘অন্য চোখে’ এক অনন্য উপহার। অন্য দৃষ্টিতে শুধু দেখে নয়, উপলব্ধি করে লেখক যথার্থই বলেছেন, একমাত্র প্রকৃতিই মানুষকে বাঁচার পথ দেখাতে পারে। সে মানুষ একবিংশ শতাব্দীর হোক, কী ত্রয়োবিংশ শতাব্দীর।
– Aditi Sannigrahi
Good one