অনিরুদ্ধ আর সুবিমল ছোটবেলার বন্ধু। একজন বড় মাল্টিন্যাশেনাল কোম্পানিতে উচ্চপদস্থ কর্মচারী আর একজন বাউন্ডুলে কবি। পারিবারিক অশান্তি আর অফিসের প্রচণ্ড চাপ থেকে কিছুদিনের জন্য মুক্তি চেয়ে ছিল অনিরুদ্ধ। তাই আধপাগল খেপাটে কবি বন্ধুকে নিয়ে সে পৌঁছে গেল জঙ্গলের কোর এরিয়ার এক বাংলোতে। তারপর সেখানে ঘটতে শুরু করল অদ্ভুত কিছু ঘটনা। কে যেন বার বার ওদের ডেকে নিয়ে যাচ্ছিল গহীন অরণ্যে। নিশির ডাকের মত সেই তীব্র আকর্ষণ ওরা কিছুতেই উপেক্ষা করতে পারছিল না। রাত হলেই অন্ধকার জঙ্গলের মধ্যে থেকে ভেসে আসছিল অচেনা হাড়হিম করা আওয়াজ আর নূপুরের শব্দ। দূর থেকে এক যুবতী বন্য রমণীর ছায়ামূর্তি বারবার সামনে এসেও মিলিয়ে যাচ্ছে প্রচীন মহিরুদের আড়ালে। কিছুতেই সামনে থেকে ধরা দিচ্ছে না সে। কী চায়? কেনই বা ডাকছে ওদের? সে কী অরণ্যের আদিম কোন বন্যদেবী? না কোন অতৃপ্ত আত্মা? কিম্বা কোন অশুভ শক্তি! সেকি অরণ্য ডাকিনী? জীবন আর মৃত্যুর মাঝে কোন স্তরে কি আটকে পড়েছে সে? সুবিমলের মনটা বড় নরম। সে কি এই তীব্র আকর্ষণ ছেড়ে ফিরে যেতে পারবে শহরে? না জঙ্গলেই তার মৃত্যু লেখা আছে? শেষ পর্যন্ত কী হল? …

You may also like…

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now