পরশুরামের মতোই অনেকটা, চল্লিশ বছর বয়সে কলম ধরেছিলেন সত্যজিৎ রায়। কিন্তু উপেন্দ্রকিশোর ও সুকুমার রায়ের সাক্ষাৎ উত্তরাধিকার যাঁর রক্তে, বিলম্বিত হলেও লেখালেখির জগতে তাঁর আবির্ভাবকে স্বাগত জানাতে বিলম্ব করেননি পাঠককুল । লেখা কোনওদিন এই বিশ্ববন্দিত চলচ্চিত্রস্রষ্টার পুরো সময়ের কাজ হয়ে ওঠেনি, কিন্তু তাঁর প্রতিটি লেখাই প্রথম থেকে অধিকার করে এসেছে পাঠকের পুরো মনোযোগ।লেখক হিসেবে সত্যজিৎ রায়ের জনপ্রিয়তা যেমন বিস্ময়কর, তেমনই চমকপ্রদ তাঁর বিষয় ও স্বাদের বৈচিত্র্য। তাঁর একটি রচনারও তুলনা করা যায় না অন্য একটি লেখার সঙ্গে, একটি রচনা ফেলে তুলে নেওয়া যায় না অন্য একটি রচনাকে। তুখোড়, মেধাবী, অসামান্য পর্যবেক্ষণশক্তির অধিকারী এবং অসীম সাহসী গোয়েন্দা ফেলুদার দুর্ধর্ষ একেকটি রহস্য অ্যাডভেনচারে যেভাবে যুক্ত হয়েছে নিত্যনতুন পটভূমি আর নিত্যনবীন অপরাধ-জাল, রহস্যের ঘনঘটার সঙ্গে যেভাবে মিশে  গেছে কৌতুকের সরসতা, তার সত্যিই কোনও তুলনা নেই। পাশাপাশি বিশ্ববিশ্রুত বিজ্ঞানী প্রোফেসর শঙ্কুর ডায়রির পাতা থেকে উঠে এসেছে বিচিত্র রোমাঞ্চময় যে-উপাখ্যাননিচয়, তার একটিকেও কোনওদিন মনে হয়নি পুরনোর অনুবৃত্তি। আবার, এই সত্যজিৎ রায়ই যখন গল্প লিখেছেন, নতুন করে তখন তিনি বৈচিত্র্যের সীমা-ছাপানো । অজস্র অচেনা মানুষ আর অসংখ্য অজানা বিষয় নিয়ে তাঁর একেকটি গল্প বাংলা সাহিত্যেরই একেকটি নতুন কীর্তিস্তম্ভ। শুধু মৌলিক রচনার ক্ষেত্রেই নয়, অনুবাদেও অনবদ্য সত্যজিৎ রায় । অনুবাদ কখনও-কখনও যে হয়ে ওঠে অনুসৃষ্টি—তাঁর অনুবাদে তারই বিরল পরিচয়।এহেন সত্যজিৎ রায়েরই সত্তরতম বর্ষপূর্তির সানন্দ ঘটনাকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম আমরা—তাঁর সেরা রচনার এক সংকলন-গ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে। আমাদের সৌভাগ্য, সত্যজিৎ রায় স্বয়ং অনুমোদন করেছিলেন এই পরিকল্পনা। শুধু অনুমোদনই করেননি, বাড়িয়ে দিয়েছিলেন সহযোগিতার হাতও। নিজস্ব পছন্দ ও পক্ষপাতের ভিত্তিতে নিজেই বেছে দিয়েছিলেন এই সংগ্রহের সমূহ উপাদান। সত্যজিৎ রায়ের স্বনির্বাচিত সেই রচনামালারই একাংশ নিয়ে দুবছর আগে প্রকাশিত হয়েছিল ‘সেরা সত্যজিৎ’—তাঁর জন্মদিনের উৎসবের ঘটে এক আনন্দ-শ্রদ্ধাঞ্জলি।সত্যজিৎ রায় যত রচনা বেছেছিলেন, একটিমাত্র খণ্ডে তা ধরানো প্রায় অসম্ভব ছিল। তাই তখনই ঠিক হয়েছিল, তাঁর পছন্দের অন্য-রচনাবলি নিয়ে প্রকাশিত হবে পৃথক ও অনুরূপ আরেকটি স্বয়ংসম্পূর্ণ সংগ্রহ। অমর স্রষ্টার বাহাত্তরতম বর্ষপূর্তির এই পৃত লগ্নে বেরুল সেই সংকলন—‘আরো সত্যজিৎ’ নামে। বলা বাহুল্য, ‘আরো সত্যজিৎ’পূর্ববর্তী ‘সেরা সত্যজিৎ’ গ্রন্থেরই সম্পূরক খণ্ড।আমাদের আক্ষেপ, মুদ্রিত আকারে এ-সংকলন তাঁর হাতে পৌছে দেওয়া গেল না। আমাদের সান্ত্বনা, এই সংগ্রহের প্রাথমিক অবয়বটি তিনি অন্তত দেখে যেতে পেরেছেন।‘আরো সত্যজিৎ’-এও লেখক সত্যজিৎ রায়ের বিস্ময়কর প্রতিভার প্রতিটি দিককে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এতে স্থান পেয়েছে ‘ফটিকচাঁদ’ নামের অনন্যস্বাদ কিশোরোপন্যাস, দশ-দশটি নানা স্বাদের গল্প, প্রোফেসর শঙ্কুর চার-চারটি তাজ্জব কাহিনী, রূপকথার গল্প, অনূদিত গল্প। স্থান পেয়েছে গোয়েন্দা ফেলুদার রহস্য অ্যাডভেনচারের চার-চারটি সুবিশাল কাহিনী। আরও বড় কথা, ফেলুদার রহস্যভেদের একটি উপন্যাস একেবারে পত্রিকা থেকে সরাসরি এই সংকলনে নেওয়া হয়েছে, এখনও বই হিসেবে বেরোয়নি।অগ্রন্থিত আরও বহু রচনা এই সংকলনের আকর্ষণ বাড়িয়েছে। যেমন, পথের পাঁচালীর অপুকে নিয়ে শুটিংয়ের গল্প, দা ভিঞ্চির খাতা ও তুতানখামেনের সমাধি নিয়ে দুটি চমৎকার আলোচনা, সত্যজিৎ রায়ের প্রথম স্বরচিত কবিতা। ‘সিনেমার কথা’ নামে ধারাবাহিক একটি লেখা শুরু করেছিলেন সত্যজিৎ রায়, ক্ষুদে পাঠকদের মনে ধাপে-ধাপে তুলে ধরছিলেন সিনেমা তৈরির কলাকৌশল। লেখাটি শেষ করে যেতে পারেননি তিনি, কিন্তু যে-কটি কিস্তি ছাপা হয়েছিল ‘সন্দেশ’ পত্রিকায়, তা উদ্ধার করে এনে অন্তর্ভুক্ত করা হয়েছে এই সংকলনে।

Weight 0.86 kg
Dimensions 21 × 18 × 2 cm
Author Name

Binding

Language

Pages

576

Publisher

Publishing Year

2015

Reviews

There are no reviews yet.

Be the first to review “ARO SATYAJIT || SATYAJIT ROY”

Your email address will not be published. Required fields are marked *

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now
ARO SATYAJIT || SATYAJIT ROY
Original price was: ₹800.Current price is: ₹600.

In stock

Estimated delivery on 25 - 29 November, 2024