সুকুমার সেন-এর জন্ম : জানুয়ারি ১৯০০ সাল। কলকাতায়। বর্ধমান মিউনিসিপাল হাই ইংলিশ স্কুল থেকে ১৯১৭ সালে পাশ করেছেন প্রবেশিকা পরীক্ষা, মোহিনীমোহন মিশ্র মেডেল পেয়ে। আই-এ, বর্ধমান রাজ কলেজ থেকে। সংস্কৃত, বাংলা ও গণিত তিন বিষয়ে লেটার। সংস্কৃত কলেজ থেকে সংস্কৃত অনার্সে বি-এ। কমপ্যারেটিভ ফিললজিতে এম-এ, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সোনার মেডেল। ১৯২৪-এ প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি। ১৯২৬-এ মোয়াট মেডেল। ১৯২৬-৩১ মৌলিক গবেষণা করে তিনবার গ্রিফিথ মেমোরিয়াল পুরস্কার ও দু-বার স্যার আশুতোষ মুখুজ্জে মেডেল পেয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্ববিদ্যালয়ে লেকচারার ১৯৩০ সাল থেকে, এর আগে অনারারি লেকচারার। ১৯৩৭-এ পি-এইচ-ডি.। ১৯৫৪-১৯৬৪ খয়রা অধ্যাপক। ১৯৫২তে ভাষাতত্ত্ব বিভাগের অধ্যক্ষ। ১৯৬৩তে রবীন্দ্র পুরস্কার। ১৯৮১-তে বিদ্যাসাগর পুরস্কার। এছাড়াও আনন্দ পুরস্কার, বঙ্গীয় সাহিত্য পরিষৎ-এর রামেন্দ্রসুন্দর স্মৃতি পুরস্কার। সরোজিনী মেডেল। এমন আরও বহু। বিশ্বভারতী দিয়েছেন ‘দেশিকোত্তম’ উপাধি, বর্ধমান বিশ্ববিদ্যালয়—ডি. লিট.। নানা গ্রন্থ : ইংরেজীতে ও বাংলায়।
Bangla Sahityer Itihas Vol 4 || বাংলা সাহিত্যের ইতিহাস খণ্ড ৪
Original price was: ₹650.₹488Current price is: ₹488.
গত অর্ধশতাব্দী কাল সুকুমার বাঙ্গালা সাহিত্যের ইতিহাস প্রায় সমার্থক এবং সমোচ্চারিত। বস্তুত, এই মহাগ্রন্থের নতুন করে পরিচিতির প্রয়োজন পড়ে না, এমনই পরিচিত এবং এমনই প্রয়োজনীয় এই বই। সন্দেহ নেই, বাংলা সাহিত্যের ইতিহাস রচনার ক্ষেত্রেও সুকুমার সেনের ‘বাঙ্গালা সাহিত্যের ইতিহাস’ একটি অনন্য দৃষ্টান্ত। ইতিহাসকে যথাসম্ভব কালানুক্রমিক এবং একইসঙ্গে বস্তুনিষ্ঠ রূপে বর্ণনা করাই যে সার্থক ইতিহাস-রচয়িতার লক্ষ্য হওয়া উচিত, সেদিকে প্রথম আমাদের দৃষ্টি ফেরালেন তিনি। আরেকটি উল্লেখ্য ব্যাপার হল, কখনওই আত্মতুষ্ট থাকেননি সুকুমার সেন। এ-গ্রন্থের প্রতিটি নতুন মুদ্রণকে করে তুলেছেন প্রকৃত অর্থে একেকটি সংস্করণ। নতুন আবিষ্কৃত তথ্যের সংযোজনে, নিজস্ব ভুল-ভ্রান্তির সংশোধনে, এমন-কি, নিজের পূর্ববর্তী ধারণা বা মতের বদল ঘটলে তার ভিত্তিতে পুনর্লিখনেও। যেমন এই আনন্দ-সংস্করণে। পরিবর্জনে- পরিবর্তনে-পরিবর্ধনে এ যেন নতুন এক বই। এই চতুর্থ খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছেন রবীন্দ্রনাথ। তাঁর সমূহ সাহিত্যকৃতির আনুপূর্ব ইতিহাস এবং পুঙ্খানুপুঙ্খ বিচার-বিশ্লেষণ নিয়ে এই খণ্ড। এই খণ্ডেও-আনন্দ-সংস্করণের পূর্ববর্তী খণ্ডগুলির মতোই-পুরনো কয়েকটি পরিচ্ছেদ নতুনভাবে হয়েছে বিন্যস্ত, নতুনতর তথ্যের ঘটেছে সংযোজন, নতুনভাবে লেখা হয়েছে কিছু-কিছু অংশ, যুক্ত হয়েছে নতুন-লেখা পরিচ্ছেদ, বিচার-বিশ্লেষণে প্রযুক্ত হয়েছে নতুনতর দৃষ্টিভঙ্গি।
মনে রাখতে হবে যে, এই সংস্করণের পাণ্ডুলিপি সুকুমার সেন প্রস্তুত করেছিলেন তাঁর জীবনাবসানের অল্পকাল আগে। শতাব্দীর সমান বয়সী এই শ্রদ্ধেয় লেখকের সতর্ক ও সন্ধানী মন আমৃত্যু যে ছিল কত জঙ্গম, তারই বিরল উদাহরণ হয়ে রইল ‘বাঙ্গালা সাহিত্যের ইতিহাস’-এর এই আনন্দ-সংস্করণ।
In stock
Weight | 0.8 kg |
---|---|
Dimensions | 21 × 18 × 2 cm |
Author Name | |
Binding | |
ISBN | |
Language | |
Pages | |
Publisher | |
Publishing Year |
– Aditi Sannigrahi
Good book