গত অর্ধশতাব্দী কাল ধরে সুকুমার সেন ও ‘বাঙ্গালা সাহিত্যের ইতিহাস’, প্রায় সমার্থক এবং সমোচ্চারিত। বস্তুত, এই মহাগ্রন্থের নতুন করে পরিচিতির প্রয়োজন পড়ে না। এমনই পরিচিত এবং এমনই প্রয়োজনীয় এই বই। সন্দেহ নেই, বাংলা সাহিত্যের ইতিহাস রচনার ক্ষেত্রেও সুকুমার সেনের ‘বাঙ্গালা সাহিত্যের ইতিহাস’ একটি অনন্য দৃষ্টান্ত। ইতিহাসকে যথাসম্ভব, কালানুক্রমিক এবং একইসঙ্গে বস্তুনিষ্ঠ রূপে বর্ণনা করাই যে সার্থক ইতিহাস-রচয়িতার লক্ষ্য হওয়া উচিত, সেদিকে প্রথম আমাদের দৃষ্টি ফেরালেন তিনি। আর একটি উল্লেখ্য ব্যাপার হল, কখনওই আত্মতুষ্ট থাকেননি সুকুমার সেন। এ-গ্রন্থের প্রতিটি নতুন মুদ্রণকে করে তুলেছেন প্রকৃত অর্থে এক-একটি সংস্করণ। যেমন এই আনন্দ-সংস্করণ। পরিবর্জনে-পরিবর্তনে-পরিবর্ধনে এ এক নতুন গ্রন্থ। এই পঞ্চম খণ্ডের কালসীমা ১৮৯১ থেকে ১৯৪১। বঙ্কিমযুগের সমাপ্তি থেকে আধুনিক সাহিত্যের প্রতিষ্ঠালগ্ন পর্যন্ত পঞ্চাশ বৎসরব্যাপী সময়-প্রবাহে রচিত বাংলা সাহিত্যের ইতিহাস। এই পর্বের তিনটি প্রধান ঘটনা প্রথম বিশ্বমহাযুদ্ধ, রবীন্দ্রনাথের তিরোভাব ও দ্বিতীয় বিশ্বমহাযুদ্ধ। লেখক দ্বিতীয় মহাযুদ্ধের সমসময়ে রচিত সাহিত্যের আনুপূর্ব ও অনুপুঙ্খ আলোচনার শেষে ইতি টেনেছেন। এই খণ্ডেও—আনন্দ সংস্করণের পূর্ববর্তী খণ্ডগুলির মতোই-নতুনভাবে বিন্যস্ত হয়েছে পুরনো কয়েকটি পরিচ্ছেদ, নতুনতর তথ্যের সংযোজন ঘটেছে, নতুনভাবে লেখা হয়েছে, কিছু কিছু অংশ ও পরিচ্ছেদ, বিচার বিশ্লেষণে অন্যতর দৃষ্টিভঙ্গি প্রযুক্ত হয়েছে। এখানে সবিশেষ উল্লেখ্য, জীবনাবসানের স্বল্পকাল আগে আনন্দ-সংস্করণের প্রেসকপি প্রস্তুত করার সময়, গ্রন্থকার এই খণ্ডে আলোচিত কালসীমার বিস্তার ঘটাবেন ভেবেছিলেন। ব্যক্ত করেছিলেন সেই অভিপ্রায়ও। কিন্তু কর্মব্যস্ততার জন্য পরিকল্পিত সংযোজনটি লেখার অবসর তিনি পাননি। শতাব্দীর সমান বয়সী এই শ্রদ্ধেয় লেখকের সতর্ক ও সন্ধানী মন আমৃত্যু যে কত জঙ্গম ছিল, তারই বিরল উদাহরণ হয়ে রইল ‘বাঙ্গালা সাহিত্যের ইতিহাস’-এর এই আনন্দ সংস্করণ।
Bangla Sahityer Itihas Vol 5 || বাংলা সাহিত্যের ইতিহাস খণ্ড ৫
Original price was: ₹550.₹413Current price is: ₹413.
বাঙ্গালা সাহিত্যের ইতিহাসের শেষ (পূর্বতন চতুর্থ) খণ্ড আনন্দ সংস্ককরণে পঞ্চম খণ্ড রূপে প্রকাশিত হইল। বাঙ্গালা সাহিত্যের ইতিহাসের আনন্দ-সংস্করণ প্রস্তুত করিবার সময় গ্রন্থকার এই খণ্ডে আলোচিত কালসীমার বিস্তার করিবার অভিপ্রায় ব্যক্ত করিয়াছিলেন। কর্মব্যস্ততার জন্য পরিকল্পিত সংযোজন লিখিবার অবসর তিনি পান নাই। বর্তমান খণ্ডের প্রস্তুত আনন্দ-সংস্করণে গ্রন্থকার কিছু অংশ সংশোধন, পরিবর্জন ও সংযোজন করিয়াছেন। এই খণ্ডে কয়েকটি পরিচ্ছেদ-ও নূতনভাবে বিন্যস্ত হইয়াছে এবং কয়েকটি নূতন অংশ যোগ করা হইয়াছে।
এই খণ্ডের পাণ্ডুলিপির অংশ বিশেষ প্রস্তুত করিতে গ্রন্থকারকে সাহায্য করিয়াছিলেন শোভন বসু ও শ্রীমহীদাস ভট্টাচার্য। গ্রন্থ মুদ্রণকালে সংশয়স্থলে তথ্য সরবরাহ করিয়া সাহায্য করিয়াছেন শ্রীশঙ্খ ঘোষ, শ্রীঅলোক রায়, শ্রীভবতারণ দত্ত ও শ্রীবন্দিরাম চক্রবর্তী। নির্ঘণ্ট প্রস্তুত করিতে সাহায্য করিয়াছেন শ্রীমতী কৃষ্ণা সেন। ইঁহাদের কৃতজ্ঞতা জানাই।
গ্রন্থকারের নির্দেশক্রমে বাঙ্গালা সাহিত্যের ইতিহাসের যে অংশ ও বাঙ্গালা সাহিত্যের কথা পড়িয়া রবীন্দ্রনাথ সুনীতিকুমার চট্টোপাধ্যায়কে যে পত্র লিখিয়াছিলেন সেই সম্পূর্ণ পত্রটি এই খণ্ডের শিরোভূষণ রূপে মুদ্রিত হইল।
In stock
Weight | 0.8 kg |
---|---|
Dimensions | 21 × 18 × 2 cm |
Author Name | |
Binding | |
ISBN | 8172159501 |
Language | |
Pages | 452 |
Publisher | |
Publishing Year | 2015 |
– Aditi Sannigrahi
Good book