বাসমতীর উপাখ্যান‌’ উপন্যাসে অধ্যাপক প্রভাস সেনের ছেলে ও মেয়ের নাম দপ্তরী ও কুড়ুনি। রবি ঠাকুরের মাল্যদানের কুড়ানির‌ স্মৃতি মনে রেখেও কেমন অবিশ্বাস্য মনে হয়, হোক না যতই ওপার‌ বাংলার অনামী এক জনপদ। সে আখ্যানের শেষ দিকে এক মারাত্মক ঝড়জলের রাতে সন্ধের পরেও সেই দপ্তরী ও কুড়ুনি বাড়ি না‌ ফেরাতে এক ভয়ঙ্কর সমবেত উদ্বেগের পরিস্থিতি আঁকা হয়। অথচ উপন্যাস শেষ হয়ে গেলেও কোথাও পাওয়া ‌গেল না, দপ্তরী ও কুড়ুনি ফিরল কি ফিরল না! এমনই আনমনা, অপ্রত্যাশিত জীবনানন্দের এই কুহেলি-ভুবন। … তাঁর উপন্যাস আমাদের এমন এক গদ্যের মুখোমুখি দাঁড় করায়, যা আজন্মলালিত বাংলা পাঠের অভিজ্ঞতা, অভ্যাসকে চুরমার ‌করে দেয়।

দেবেশ রায় সম্পাদিত, মূল পান্ডুলিপি থেকে মুদ্রিত। মূল খাতায় কাটাকুটি করে বাদ দেওয়া অংশগুলিও এখানে সংযোজিত রয়েছে।

You may also like…

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now