বাংলা সাহিত্যের ইতিহাসে জীবনী সাহিত্য একটি অসামান্য ধারা। মধ্যযুগে চৈতন্য জীবনকে কেন্দ্র করে এই ধারার সূচনা হলেও, আধুনিক যুগে বহু মনীষীর জীবনকে আশ্রয় করেছে সাহিত্য। জীবনী সাহিত্যের একটি বিশেষ দিক চলমান জীবনের সঙ্গে সমাজের চলমানতাকে খুঁজে নেওয়া। শঙ্করাচার্যের জীবনাশ্রিত ‘বিচরণ-রেখা’ জীবনী সাহিত্যের সেই বৈশিষ্ট্যকে ধরে রাখতে সক্ষম হয়েছে। বইটির মাধ্যমে লেখক আদি শঙ্কর বা শঙ্করাচার্যের জীবনকে নতুন আঙ্গিকে পাঠকের কাছে তুলে ধরতে চেয়েছেন। তিনি দেখাতে চেয়েছেন যে শঙ্করাচার্যকেবলমাত্র একজন ধর্মপ্রচারক ছিলেন না। তাঁর জীবনের বিচরণক্ষেত্রের বিবিধ ঘাত-প্রতিঘাত তাঁকে দার্শনিক সন্ন্যাসীর থেকে লোকত্রাতায় পরিণত করেছে। আর্যাম্মার ‘শাঙ্কা’ থেকে লোকত্রানে জীবন উৎসর্গীকৃত মহান শঙ্করাচার্য হয়ে ওঠার যাত্রাপথটি সোজা ছিল না। অচিন্ত্য বিশ্বাস তাঁর বলিষ্ঠ লেখনী দিয়ে এঁকেছেন সেই যাত্রাপথ— সেই বিচরণ রেখা। এই উপন্যাস যেন শঙ্করের চরণচিহ্ন। এ এক আশ্চর্য যাত্রা। শুধু ভূগোলে নয়, কালে— কালোত্তরে। ‘চিদানন্দ রূপম্ শিবোহম্ শিবোহম্।’

Recently Viewed

BICHORON REKHA || ACHINTYA BISWAS
Original price was: ₹249.Current price is: ₹199.

Only 2 left in stock

Estimated delivery on 20 - 23 April, 2025