ষোড়শ শতাব্দীর এক বিখ্যাত ইতালিয়ান চিত্রশিল্পীর পরিবারের রহস্য আন্দোলিত করে তুলেছে একবিংশ শতাব্দীর এক বাঙালি যুবক এর জীবন। পুরনো বন্ধুদের পুনর্মিলনে ঘটে যাওয়া কিছু ঘটনা কিভাবে সেই চাপা পড়ে থাকা অতীতের রহস্যের জাল একের পর এক উন্মোচন করেছে এই গল্প তারই আখ্যান।
ভেনিসের ক্যালিতে তিয়াসের হাতে আসে এক শতাব্দী প্রাচীন ম্যাস্কুরেড মাস্ক। এই মাস্ককে ঘিরেই ক্রমশ রহস্য ঘনীভূত হয়। এই রহস্য কি নিছকই এক অলৌকিক মায়াজাল? নাকি এর মধ্যে লুকিয়ে আছে কোন গূঢ় ঐতিহাসিক সত্য।তিয়াস কি পারবে সেই জট ছাড়াতে? নাকি সে-ও ক্রমশ জড়িয়ে পড়বে সেই জালে?
কালের যাত্রায় বারবার ফিরে আসা সেই মায়াজাল কীসের সংকেত?
Reviews
There are no reviews yet.