বাংলা সাহিত্যের এক অতি প্রিয় চরিত্র ব্যোমকেশ বক্সী। ধারালো নাক, লম্বা চেহারা, নাতিস্থূল অবয়ব। অসামান্য পর্যবেক্ষণ-ক্ষমতা, অনবদ্য বিশ্লেষণী দক্ষতা। শুধু বুদ্ধি দিয়েই যাবতীয় জটিল রহস্যের জট ছাড়ান এই সত্যান্বেষী। তবু কী রোমাঞ্চকর একেকটি ব্যোমকেশ-কাহিনি। সেই সব রহস্য কাহিনি এবার রঙিন কমিক্স-এ। অন্যান্য ব্যোমকেশ কমিক্স: অর্থমনর্থম্ – ব্যোমকেশ ও বরদাসত্যাদ্বেষী • পথের কাঁটামাকড়সার রস • রক্তমুখী নীলা • সীমস্ত-হীরা
– Aditi Sannigrahi
Good one