১৫৬৭ সালের অক্টোবর মাস। ভারত সম্রাট আকবর বিশাল এক সৈন্যবাহিনী নিয়ে চিতোরগড়ের উদ্দেশে অভিযান চালান। তখন মেবারের সিংহাসনে মহারানা উদয় সিংহ। তিনি আত্মীয় পরিবারবর্গ সমেত দুর্গ থেকে গোপন পথে পলায়ন করেন। দুর্গ আগলে বসে থাকেন মহাবীর দুই সেনানায়ক — জয়মল রাঠোর এবং পত্তা শিশোদিয়া। তাঁদের প্রবল পরাক্রম এবং প্রতিরোধ আকবরকে শুধু বিস্মিতই করেনি, ভীত সন্ত্রস্ত করে তুলেছিল। প্রায় চার মাস অতিক্রান্ত হওয়ার পর চিতোরগড় অধিকার করেন আকবর। সে এক ভয়াবহ রক্তভেজা অধ্যায়। ত্রিশ সহস্র নিরীহ মেবারবাসীর উপর নেমে আসে নিদারুণ হত্যালীলা। চিতোরগড়ের প্রতিটি গৃহে জ্বলে উঠেছিল জহর কুণ্ডের আগুন। ক্ষিপ্ত ভারত সম্রাটের নির্দেশ অনুসারে চিতোরে সেদিন জমে উঠেছিল আবালবৃদ্ধবণিতার মৃতদেহের স্তূপ। চলেছিল অবাধ লুণ্ঠন।
সেই শেষের থেকে শুরু হয়েছে ইতিহাস আশ্রিত এক প্রেমের আখ্যান। যুগে যুগে ক্ষমতাবান শাসকের অত্যাচারই কি শেষ কথা বলে? নাকি চিরন্তন সেই মানবধর্ম প্রকট হয়ে দেখা দেয়, যার নাম ‘প্রেম’? একাধারে অসহায়, দুরন্ত, অশান্ত দুই মানব-মানবীর প্রেমের উপাখ্যান হল ‘চরৈবেতি এক প্রেমগাথা’। কী তার সর্বশেষ পরিণতি ?
Reviews
There are no reviews yet.