বাংলা রহস্যকাহিনীতে কর্নেল নীলাদ্রি সরকার এক অসামান্য সংযোজন। সান্টা ক্লোসের মতো সাদা দাড়িগোঁফ, টাকঢাকা টুপি, পিঠের কিটব্যাগ থেকে উকি দেয় প্রজাপতিধরা নেট স্টিক, গলায় ঝুলন্ত বাইনোকুলার এবং ক্যামেরা, বিশালদেহী এই বদ্ধ, অথচ যুবকের মতো শক্তিমান মানুষটিকে সহসা দেখলে বিদেশি ট্যুরিস্ট বলে ভুল হতে পারে। কিন্তু তিনি বাঙালি এবং সদালাপী সজ্জন ব্যক্তি। বিরল প্রজাতির পাখি, প্রজাপতি, ক্যাকটাস, অর্কিডের সন্ধানে তিনি দুর্গম পাহাড় জঙ্গল ও ঐতিহাসিক ধ্বংসাবশেষের মধ্যে ঘুরে বেড়ান। তবে তাঁর সেরা বাতিক রহস্যভেদ। কোনও রহস্যময় হত্যাকাণ্ড কিংবা জঘন্য অপরাধমূলক ঘটনা ঘটে গেলে অথবা তার কোনও আভাস পেলেই তিনি সেখানে ছুটে যান। অবলীলাক্রমে জটিল রহস্যের জট ভালে ভাঙে উন্মোচন করেন। তরুণ সাংবাদিক জয়ন্ত চৌধুরি, তদুপরি প্রাইভেট ডিটেকটিভ কে. কে. হলিদার ওরফে হালদারমশাই যখনই কর্নেলের অ্যাপার্টমেন্টে হাজির হন, তখনই পাঠককে মেরুদণ্ড সোজা রেখে বসতে হয়। কারণ এবার এক ভয়াল-জটিল রহস্যের সূত্রপাত অনিবার্য। বাংলা কথাসাহিত্যে সৈয়দ মুস্তাফা সিরাজ তাঁর প্রতিভার স্বাক্ষর রেখেছেন। কিন্তু রহস্যকাহিনী নির্মাণেও যে তিনি কত দক্ষ, তার প্রমাণ তাঁরই সৃষ্টি কর্নেল নীলাদ্রি সরকার। কর্নেলের প্রতিটি ক্রিয়াকলাপ শুরু থেকে শেষ পর্যন্ত পাঠককে শ্বাসরুদ্ধ করে রাখে।
– Aditi Sannigrahi
????????
– sujoy682
Cornel Niladri is a different type of detective.
The way of writing of this famous writer will keep readers stick to the pages.
– Shuvankar Dey
Good book