‘জুলাই, ১৯৪৩’। নিজের সময়পঞ্জিতে এই এ পাশে স্বহস্তে লিখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস – Beitan work. কাজ শুরু করলাম। ১৯৪৩ থেকে ১৯৪৫ সালের মধ্যে সিঙ্গাপুর থেকে কলকাতা পর্যন্ত বিস্তীর্ণ ভূখত জুড়ে তাঁর সেই ‘কাজ’ ঘুম কেড়ে নেবে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনযন্ত্রের জন্ম দেবে এই কালখতে দ্বিতীয় মহাযুদ্ধের সবচেয়ে নাটকীয় ঘটনাপরম্পরার আজাদ হিন্দ ফৌজের ভারত অভিযান।
সিঙ্গাপুর থেকে মালয় উপদ্বীপ ধরে, আধুনিক তাইল্যান্ড এবং মিয়ানমার হয়ে উত্তর-পূর্বের পথে ভারতে পা রেখেছিলেন নেতাজি ও তাঁর আজাদ হিন্দ ফৌজ। কোহিমার মাটিতে ইউনিয়ন জ্যাক নামিয়ে তুলে দিয়েছিলেন ভারতের জাতীয় পতাকা। তাঁদের অপার দুঃসাহস, অদম্য দেশপ্রেমের সাক্ষী এই ভূখণ্ড।
ইতিহাসসিক্ত সেই পথ ধরে যাত্রা করেছেন।
অভিযাত্রী অনিন্দা মুখোপাধ্যায়। নিছক ভ্রমণকথা নয় এ-বই, বরং প্রচেষ্টা এক ইতিহাসকে ফিরে বাঁচার, ভূখণ্ডের স্মৃতি হাতড়ে তুলে আনা ভারতবর্ষের স্বাধীনতার শেষ যুদ্ধে এক দুঃসাহসী দেশনায়ক এবং তাঁর হার-না-মানা ফৌজের মাটি-কামড়ানো লড়াইয়ের অজানা কাহিনি।
– Aditi Sannigrahi
Good one