এই বই সেকেলের কলকাতার সেই সারা বছরের বারো মাসের তেরো পার্বনকে ধরার এক ছোট্ট প্রচেষ্টা মাত্র। শুরু বৈশাখে, নতুন বছর দিয়ে। তারপর যেমন যেমনভাবে পঞ্জিকার পাতা ওলটায়, তেমনভাবে জামাইষষ্ঠী, রথ, দুর্গাপুজো, কালীপুজো, বড়দিন সেরে কাহিনী শেষ হয়েছে চৈত্রমাসের চড়কে। আছে সেকালের সাহেব আঁকিয়েদের গল্প, ভোট, কারণসেবা, পর্ণোগ্রাফিচর্চা, হারিয়ে যাওয়া বাগান, রঙ্গালয়ের ইতিহাস আর শিকারের নানা অজানা কথা। সব মিলিয়ে যে কলকেতাকে আমরা অনেকদিন আগে ফেলে এসেছি এই বই যেন সময়যানে চেপে তাকেই আবার ফিরে দেখা।

Recently Viewed