জীবন বড় দুর্বোধ্য। শিল্প সাহিত্যিকরা তাদের সৃষ্টির মধ্য দিয়ে সেই জীবনকে ছুঁতে চাওয়ার আপ্রাণ চেষ্টা করে। যান। তাই গানে, গল্পে, উপন্যাসে, নাটকে বারবার ঘুরেফিরে আসে জীবনের কথা, মানুষের কথা। হয়তো এই সামান্য চেষ্টা দিয়ে জীবনের বিশালত্বকে ছুঁতে পারা যায় না, তবু লৌকিক আর অলৌকিকের | ঘেরাটোপে ভরা এই বিশাল জগতে ক্ষুদ্র প্রাণের ওঠাপড়া, চাওয়া পাওয়ার দ্বন্দ্ব, | হাসিকান্না, সুখ দুঃখ, সব লেখা হয়ে থাকে
এই বইয়ের লেখকও সেই চেষ্টাই করেছেন। অল্পের মধ্য দিয়ে বড়ো জীবনকে ছুঁয়ে ফেলার প্রচেষ্টা। ক্ষুদ্রের আকারে জীবনের ব্যপ্তিকে ধরে ফেলার আকাঙ্ক্ষা। তাই আধুনিক প্রাপ্তমনস্ক ছোটগল্পের এই সম্ভারে আছে পটভূমি ও বিষয়ের বৈচিত্র্য। আছে প্রেম, হিংসা, লোভ, যৌনতা। আছে শহর, গ্রাম, মফস্বল। আর আছে মানুষ। সমাজের বিভিন্ন স্তরের মানুষ। তাই নানা গল্পের প্রধান চরিত্র হিসেবে উঠে আসে মুচি থেকে সাংবাদিক, শববাহী গাড়ির ড্রাইভার থেকে হতভাগ্য নারী, চতুর সাহিত্যিক থেকে আই টি সেক্টরের তরুণ তরুণী। কখনও সানাইয়ের সুরে, কখনও বা বাঁশঝাড়ের হাওয়ায় সেখানে লেখা হয় ভাগ্যলিপি। সন্তানের মৃত্যু কখনও জীবনের প্রতি বিতৃষ্ণা এনে দেয়, কখনও আবার কারও সম্ভানই হয়ে ওঠে বেঁচে থাকার অহংকার ; তবু সবকিছুর শেষে চিরায়ত সত্য হয়ে বেঁচে থাকে মানুষ ও তার সভ্যতা, জীবন ও তার জয়গান। সার্থক হয় সময়ের গল্পযাপন।
বর্তমান বাংলা সাহিত্যের এক বিশিষ্ট লেখকের কলমে এ যেন পাঠকের এক পরম প্রাপ্তি, এক রত্নভরা সিন্দুক।
Reviews
There are no reviews yet.