প্রেমেন্দ্র মিত্র-র জন্ম সেপ্টেম্বর ১৯০৪, বারাণসীতে। বাংলা সাহিত্যের প্রথিতযশা কবি ও গদ্যকার। প্রায় শ’ দেড়েক বই লিখেছেন। প্রথমা, সম্রাট, ফেরারি ফৌজ, কখনো মেঘ, জোনাকিরা, হরিণ-চিতল-চিল প্রভৃতি বহু কাব্যগ্রন্থ রচনা করেছেন। তাঁর কিশোর সাহিত্যও জনপ্রিয়। সাগর থেকে ফেরা গ্রন্থের জন্য ১৯৫৭ ও ১৯৫৮-তে পেয়েছেন যথাক্রমে সাহিত্য অকাদেমি ও রবীন্দ্র পুরস্কার। প্রয়াণ: ৩ মে, ১৯৮৮।
Ghanashyam Das alias Ghanada, the protagonist of the Ghanada series of science fiction novels written in Bengali, is a fictional character created by Premendra Mitra in 1945. In the novels, the character fights evil and stands against international terrorism. The far-fetched stories take place in multiple international locations, and across a historical timeline. He is depicted regularly outwitting his fellow boarders of the mess-bari at 72, Banamali Naskar Lane, Kolkata (Calcutta). Ghanada was a personification of Premendra Mitra’s anti-fascist humanistic ideologies and moral universe. His stories were notably accurate from a historical, geographical and scientific standpoint
– Apratim Roy
Nice