কে বলে রূপকথা শুধুই বাচ্চাদের জন্য? আজকের চিন্তাভাবনা নিয়ে মূল কাহিনিগুলোকে পড়তে গেলে দেখি তার পাতায় পাতায় বর্ণবৈষম্য, ক্যাথলিক তন্ত্রের জয়গান, অভিজাতদের আস্ফালন, চোরা যৌনতা, হিসহিসে হিংসা, চাপা উত্তেজনা, আর সর্বদা একটা কি হয় কি হয় ভাব। একবার পড়া শুরু করলে শেষ না করে থামা যায় না। বুকফার্ম প্রকাশিত এই সংকলনে ১৬৯৭ সালে শার্ল পেরোর সংকলিত প্রথম এগারোটি রূপকথার আদি রূপের পাশাপাশি রয়েছে প্রায় একই সময়ে লেখা শ্রীমতি জঁ মারি ল্যপ্রিস বোমোঁ আর মারি ক্যাথেরিন ল্য ইউমেল ডি বোর্নভিলের রূপকথারা। বইটিকে সর্বাঙ্গসুন্দর করতে সাহায্য করেছে শিল্পী উইলিয়াম হিথ রবিনসনের অনবদ্য সব ইলাস্ট্রেশন।

প্রতিটি গল্পের শেষে প্রয়োজনীয় টীকা দেওয়া হয়েছে, যাতে উৎসাহী পাঠক রূপকথার এই আদিপাঠগুলো সম্পর্কে সম্যক জ্ঞানলাভ করতে পারেন।
আপনাদের রূপকথা চর্চা সফল হোক।

You may also like…

Recently Viewed

Harano Diner Golpo || Kaushik Majumdar || হারানো দিনের গল্প || কৌশিক মজুমদার
Original price was: ₹380.Current price is: ₹285.

In stock

Estimated delivery on 15 - 18 April, 2025