হাওড়া শহরের ইতিবৃত্ত’ দুটি খণ্ডে প্রকাশিত হয়েছিল ড. অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের লেখনীতে। বঙ্কিমচন্দ্রের নির্দেশের নির্বাক অনুসারী হয়ে আমাদের মত সহযোগী সবাইকে উৎসাহিত করেছিলেন সেই ১৯৮৯-র একটু আগে থেকেই সম্মিলিতভাবে হাওড়া শহরের একটি সার্বিক ইতিহাস রচনাতে ব্রতী হওয়ার জন্য। এর ফলে আমরা সংশ্লিষ্ট সকলেই যে বিষয়টি রচনা করতে চাইছিলাম তার প্রতি সম্মান, শ্রদ্ধা প্রদর্শন থেকে আনুপূর্বিক জিজ্ঞাস্য তৈরির কাঠামোসহ মূলভাষ্য তৈরি করে দিয়েছিলেন প্রয়াত অসিতবাবু। আজ পূর্ব ভারতের বিভিন্ন স্থানে আঞ্চলিক ইতিহাস রচনার যদি সম্মিলিত কোনো প্রয়াস দেখা যায় তবে হাওড়া জেলা ইতিহাস প্রণয়ন, উন্নয়ন ও স্মারক সমিতির পূর্বেকার উদ্যোগটি সর্বাগ্রে আলোচিত হবে।
উল্লিখিত দুটি খণ্ডের পুনর্মুদ্রণ তাই আজ অত্যন্ত সময়োচিত ও একান্ত প্রাসঙ্গিক।
Reviews
There are no reviews yet.