ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর শেষ জীবন কাটিয়েছিলেন অধুনা ঝাড়খন্ডের এক অখ্যাত গ্রাম কার্মাটাঁড়ে, পরিবার পরিজনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে সেখানকার মানুষজনের মধ্যে তিনি নিভৃতে অতিবাহিত করেছিলেন জীবনের শেষ সতেরোটি বছর। কী করতেন তিনি সেখানে? কারা ছিল তাঁর সুখ দুঃখের সাথী?
কর্মাটাঁড়ে তাঁর সেই বিস্মৃতপ্রায় জীবন, অজানা নানা ঘটনা, দুঃখ সুখ, হতাশা নিয়ে মর্মস্পর্শী উপন্যাস ‘ঈশ্বরের অন্তিম শ্বাস’। রয়েছে বহু দুষ্প্রাপ্য ছবি, চিঠি ও বিবরণ।
– Monalisa Datta
ম্যাম … অসংখ্য ধন্যবাদ আপনাকে “ইশ্বরের অন্তিম শ্বাস” লেখার জন্য…. বেশি কিছু লেখার ভাষা নেই… অনেক দিন পর কোনো লেখা পড়ে চোখের কোণ সিক্ত হল। শুধু এইটুকুই বলবো স্বাক্ষর হয়েছে খালি, শিক্ষিত হতে পারিনি এখনও। ২০০ বছর নিয়ে ২০২১ সালে মনোরমাতে একটি প্রবন্ধ পরে জেনেছিলাম ওনার শেষ জীবন কোনো এক সাঁওতাল গ্রামে কেটেছিল। আপনার লেখা পড়ে আরও অনেক সমৃদ্ধ হলাম। ভালো থাকবেন।
– Sujan Moi (verified owner)
Very informative book.
– Apratim Roy
Nice