আপাতদৃষ্টিতে মনে হতে পারে এ বুঝি এক অ-সমাপতন। একদিকে কবিতার ছান্দিক জগৎ, অন্যদিকে রাজনীতির ঘূর্ণাবর্ত। কিন্তু আপাতবিরোধী দুটি সত্তা যখন আন্তরিক উষ্ণতার স্মর্শে প্রাণিত হয় তখন বিভেদের সীমারেখার অবসান ঘটে।
বুদ্ধদেব বসুর পৌত্রী কঙ্কাবতী দত্তের কলমে তাই উঠে এসেছে কবিতাভবন আর রাষ্ট্রপতি ভবনের অন্দর মহলের অজানা কাহিনী। এই সূত্রে উদ্ভাসিত হয়েছে বিশ্বসাহিত্যের অনেক রথী মহারথীর উজ্জ্বল মুখচ্ছবি এবং সংযোজিত হয়েছে এমন কিছু দুষ্প্রাপ্য পত্রাবলী যাদের দর্পণে প্রতিফলিত হয়েছে হারিয়ে যাওয়া দিনযাপনের বিস্মৃত ঘটনাবলী। একাধিক আলোকচিত্রীর ক্যামেরায় তোলা স্মৃতিকাতর চিত্রাবলী এই বইটির আকর্ষণ অনেকাংশে বৃদ্ধি করেছে।
এই গ্রন্থে সংযোজিত হয়েছে প্রাবন্ধিক ডক্টর প্রভাতকুমার দাস এবং পৃথ্বীরাজ সেনের প্রতিবেদন এবং সাংবাদিক বিনোদ ঘোষালের ব্যক্তিগত অনুধ্যান। নিঃসন্দেহে এই গ্রন্থটি বাংলা সাহিত্যের এক ব্যতিক্রমী উপস্থাপনা।
Reviews
There are no reviews yet.