বাংলা তথা ভারতের নব জাগরণের সঙ্গে যে পরিবার অঙ্গাঙ্গীভাবে যুক্ত, সেটি হল জোড়াসাঁকোর ঠাকুর পরিবার। এই বংশের একাধিক কৃতি সন্তান সাংস্কৃতিক অভিযাত্রার মাধ্যমে এক সুমহান পরম্পরা সৃষ্টি করেছেন। তাঁদের কেন্দ্রে অবস্থান করছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ। কিন্তু এই পরিবারের আলোকিত অভিযানের অন্তরালে আছে নির্মম প্রতারণা-হৃদয়হীন শোষণ আর নিদারুণ নির্যাতনের অশ্রুসজল ইতিবৃত্ত। আমরা হয়তো সেই সব কলঙ্কিত বিষয়গুলিকে প্রভাত – সূর্যের আলোকে উদ্ভাসিত করতে চাই না।
যে সব্যসাচী সাহিত্যিক দুঃসাহসী সৃজন প্রয়াসে বারবার ছুটে গেছেন বিতর্কিত পরিমণ্ডলে, সেই পৃথ্বীরাজ সেন এবার ডুব দিয়েছেন ঠাকুরবাড়ির হৃদ-সাগরে আর বহু যত্নে আহরণ করেছেন এমন রত্নরাজি যা প্রতি মুহূর্তে আপনাকে শিহরিত ও স্পন্দিত করবে।
এই প্রথম দুই মলাটে বন্দী হলো প্রিন্স দ্বারকানাথ ঠাকুর থেকে রবীন্দ্রনাথের পুত্রবধূ প্রতিমাদেবী পর্যন্ত ঠাকুর পরিবারে দুশো বছরের জীবন-নাটকের অভিশপ্ত কুশীলবদের অপ্রকাশিত কাহিনী। দুই বাংলার প্রকাশনার জগতে এমন প্র…ন এই প্রথম। আশা করি, বিদগ্ধ ও অনুসন্ধিৎসু পাঠক-পাঠিকা সাদরে বরণ করে নেবেন এই বইখানি।
Reviews
There are no reviews yet.