রাধিকা স্বপ্ন দেখে। ঘুমিয়ে নয়, জেগে। কী সেই স্বপ্ন? অজানা অতীত, অচেনা চরিত্ররা বারবার হাতে কাছে ডাকে। এরা কারা? স্বপ্ন? নাকি বাস্তবেই ছিল এদের অস্তিত্ব? অবিভক্ত বাংলার বরিশালের অন্তর্গত একটি জেলা ঝালকাঠি। কীর্তনখোলার তীরে অবস্থিত এই জেলার ঠিক দক্ষিণ প্রান্তে বাস ছিল এক পণ্ডিত পরিবারের। গ্রামের প্রতিটি মানুষ তাঁদের শ্রদ্ধা করত। গ্রামের মূল পাঠশালাটি তাঁরাই চালাতেন। অবশ্য আরেকটা কারণও ছিল, যে জন্য শুধু শ্রদ্ধা নয়, সারা গ্রাম কিছুটা ভয়ও পেত। এই পরিবারটিকে। পণ্ডিত পরিবারের ছোটোবউঠান কামিনীসুন্দরী মুখোপাধ্যায়। কিন্তু কেন? কী এমন কারণ যার জন্য কামিনীসুন্দরীর পণ্ডিত পরিবারে এতটা প্রতাপ ছিল! কীর্তনখোলার তীরে নিঃশব্দে অনুরণিত কামিনীসুন্দরীর অতীত যতটা রোমাঞ্চকর, ঠিক ততটাই রহস্যময়। অতীতের গণ্ডিতেই আটকে রয়ে গেছিল এক ইতিহাস, যা কামিনীসুন্দরীর জীবনের এক বিশাল অংশ দখল করে নিয়েছিল।
এ থেকে পরিত্রাণ পাওয়া কি অদৌ সম্ভব ছিল? নাকি সে কোনওদিন পরিত্রাণ পেতেই চায়নি? এই ইতিহাস কি কেবল কামিনী পর্যন্তই সীমাবদ্ধ, নাকি এর রেশ ভবিষ্যতেও তার শাখাপ্রশাখা বিস্তার করবে?
Reviews
There are no reviews yet.