স্যার আর্থার কোন্যান ডয়েল-সৃষ্ট বিশ্বখ্যাত গোয়েন্দা শার্লক হোমস বলেছিলেন, আপাতদৃষ্টিতে শান্ত বাড়িগুলিকে দেখে বোঝা যায় না ছাদের নীচে কত অপরাধ, রহস্য লুকিয়ে আছে। অপরাধ চোরের মতোই লুকিয়ে আসে, সদর্পে নয়। তার প্রতি পদক্ষেপে তীব্র বিষ। বিষের রঙ নীলচে কালো। সেই রঙ সকলের চোখের সামনে থেকেও অদৃশ্য থাকার বিপুল ক্ষমতায় ‘নেই’ হয়ে যায়। অপরাধের পদচিহ্নকে খুঁজে বের করে যুক্তি, বুদ্ধি, পর্যবেক্ষণ।
তিনটি রহস্যময় নভেলা, পাঁচটি গল্প নিয়ে ‘খুনের পরের কয়েক ঘণ্টা’, তথাকথিত গোয়েন্দা কাহিনির উলটোদিকে হেঁটে রহস্যের জমাট বরফকে ভেঙে ফেলার কাহিনি। এখানে, যুক্তি, বুদ্ধি, পর্যবেক্ষণ নিঃশব্দে কাজ করে গিয়েছে। তাদের আলতো টোকায় ভেঙে পড়বে কি ঘন বুনোটে তৈরি কুয়াশার ভারী চাদর!! অপরাধী কি জানে পেছনে পায়ের শব্দটি কার??

 

You may also like…

Recently Viewed